কাজ জমেছে, কাজ !! -হাসান মাহমুদ

follow-upnews
0 0

কাজ জমেছে, কাজ !!!!!
অনেক অসমাপ্ত কাজের হিসেব হবে আজ !
কাজ জমেছে ড্রইংরুমে এবং রান্নাঘরে,
কাজ জমেছে বারান্দা আর ঘরের মেঝের পরে।

কাজ জমেছে ধুলো ঝাড়ার, পোশাকে-আশাকে,
পানি দেবার কাজ জমেছে ফুলের চারাটাকে।

কাজ জমেছে গঞ্জে গ্রামে, অন্দরে বন্দরে,
আরো অনেক কাজ জমেছে চিত্তের কন্দরে।

অনেক বছর কাউকে যেন কেউ দিয়েছে ফাঁকি,
তাই দেখি আজ অনেক কাজের অনেক কাজ-ই বাকি।

হচ্ছে প্রচুর চিন্তা করা, প্রচুর কথা বলা,
সুক্ষ্মভাবে হচ্ছে শুধু কাজ এড়িয়ে চলা !!

কোথাও কি কেউ নেই ?
বলবে – “তোমার কাজটা হবে করতে তোমাকেই ??

তোমার এ কাজ, তোমারই কাজ !! কেউ দেবে না করে !!!,
করনি, তাই অজস্র কাজ রয়েছে আজ পড়ে”।

চতুর্দিকে পাহাড় প্রমাণ কাজ জমেছে, তাই,
দুর হয়ে যাও বাক্যনবাব ! কর্মদানব চাই !!

লেখক: সদস্য – ওয়ার্ল্ড মুসলিম কংগ্রেস উপদেষ্টা বোর্ড সাধারণ সম্পাদক- মুসলিমস ফেসিং টুমরো- ক্যানাড

Next Post

সাতটি ‘নাস্তিক’ দেশের কথা

বিশ্বে ধার্মিক বেশি, নাকি ‘নাস্তিক’? সৃষ্টিকর্তার অস্তিত্বে বিশ্বাস করেন না এমন মানুষ কোন কোন দেশে সবচেয়ে বেশি? সবচেয়ে বেশি ‘নাস্তিক’ বাস করেন কোন সাতটি দেশে? চীনে শতকরা ৯০ ভাগই ‘নাস্তিক’ ৬৫টি দেশে জরিপ চালিয়েছিল ‘গ্যালাপ ইন্টারন্যাশনাল’৷ জরিপ থেকে বেরিয়ে আসা তথ্যে দেখা যাচ্ছে, বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীনই বিশ্বের সবচেয়ে […]

এগুলো পড়তে পারেন