খুলনা বিশ্বিবদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার অলোকা রাণী মারা গেছেন

খুলনা বিশ্বিবদ্যালয়
  • খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) রেজিস্ট্রার কার্যালয়ের সংস্থাপন-৪ শাখায় কর্মরত সহকারী রেজিস্ট্রার অলোকা রাণী দাস (৫৫) মারা গেছেন। বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ২টা ১৫ মিনিটের দিকে নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তিনি বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন। অলকা দাস শহীদ সন্তান ছিলেন। ১৯৭১ সালে বাগেরহাটের শাঁখারীকাঠী গণহত্যায় অলকা দাসের পিতা হত্যার শিকার হয়েছিলেন। অলকা দাসের মৃত্যুতে শহীদস্মৃতি সংরক্ষণ কমিটি গভীর শোক প্রকাশ করেছে।

অলকা রাণী স্বামী ও এক ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি (শশুরবাড়ী) বাগেরহাটের রণজিতপুরে অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

খুলনা বিশ্বিবদ্যালয়
সন্তান (মাঝে, বর্তমানে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে কর্মরত) এবং স্বামীর (আইনজীবী) সাথে অলকা দাস। ছবিঃ ফেসবুক থেকে সংগৃহীত।

খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রেজাউল করিম সংস্থাপন-৪ শাখার সহকারী রেজিস্ট্রার অলোকা রাণী দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। এক শোক বার্তায় তিনি তার আত্মার শান্তি কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

একইসাথে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. হারুনর রশীদ খান, ট্রেজারার অধ্যাপক মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মাহবুবুর রহমান এবং সংস্থাপন-৪ শাখা প্রধান কাজী জালাল উদ্দিনসহ সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারীরা শোক জানিয়েছেন।