আলো নিয়ে আসুক ফিরে // মাহবুব মজুমদার

শামীম

গিয়ে মোরা জ্ঞানের দীপ জ্বালাতে,

আজ ডুবেছি ঘন ঘোর নিশীথে!

জীবনের তরে মানুষ করে যে পথের খোঁজ,

সেই পথই আজ বিভ্রান্ত স্বার্থের বোঝ।

অন্নের থালায় প্রবঞ্জনার ছোঁয়া,

হিংসের হাত রক্তে ধোয়া!

পাষাণের ঘা, বিপর্যস্ত মানবতা চোরের তকমা হাকা,

অদ্ভুতুড়ে শিক্ষাদীক্ষা করেছে হৃদয় ফাঁকা?

উচ্চ শিক্ষার শিরোপা নিয়ে ঘরে ঘরে,

ভুল করেছি কি এই মাটির পরে!

মানবতা শেকলে বাঁধা এক গল্প,

স্বার্থের মায়ায় হয়েছে নিতান্তই কল্প।

বিদ্যা আজ কেবলই কাগজ আর বিলাসিতার রং,

মানুষ শুধু করে বেড়ায় স্বার্থের ঢং!

মনুষ্যত্বের ন্যায়বোধ গেছে হারিয়ে,

হৃদয়পুর জাগবে কখন শুভ বার্তা নিয়ে দাঁড়িয়ে?

ভূল পথে হাটি অন্ধকারে অন্ধ,

মানবতার ডাক শুনি, তব নিস্তব্ধ।

জীবনের বীণায় বেজে ওঠে তব সুর,

ভালোবাসা, সহানুভূতি, হতে পারে নতুন পুর।

মিলনের পাথেয় খুঁজে বেড়াই সম্ভাবনার দিনে,

অপেক্ষায় আছি, ঘুরে ফিরে আসে শূন্যতা,

আসুক তব নতুন দিনে সৃষ্টির পূর্ণতা।

সেই দিন আসুক ফিরে, আলো নিয়ে শান্তির নীড়ে,

হৃদয়ের ভিড়ে প্রাণের তীরে।