জনাব ফেরদৌস আলম মূলত একজন সৃজনশীল ডিজাইনার। প্রধানত বইয়ের কাভার ডিজাইন করেন। যেহেতু নিজেই একজন ডিজাইনার, ফলে ২০১১ সাল থেকে উনি বাজারে আনা শুরু করেছেন শিশুতোষ বই। ওনার বইয়ের বিশেষ বৈশিষ্ট হচ্ছে— বইগুলো শক্ত কাগজে বিশেষ সজ্জায় নির্মিত। বইয়ের কনটেন্টগুলোও গবেষণালব্ধ।
২০১২ সাল থেকে বাংলা একাডেমী আয়োজিত বইমেলায় অংশগ্রহণ শুরু করেছেন। সে হিসেবে এবার ওনার ৮ম বইমেলা। প্রতিবছরই বইমেলায় উনি একটা চমক রাখেন— এমন কিছু বই নিয়ে আসেন যেগুলোর ডিজাইন এবং কনটেন্ট অভিনব।
বই মেলায় ’ডাক’ প্রকাশনীর স্টল নম্বর ৮১৯-৮২০। বই কিনতে পারবেন অনলাইন প্লটফরম্গুলো থেকেও। রকমারি.কম, বইবাজার ইত্যাদি অনলাইন বাজারে ডাকের বই পাওয়া যায়।