Headlines

বই পরিচিতি: ‍”একাত্তর এবং মুক্তিযোদ্ধা পরিবার” ।। আওলিয়া খানম

আওলিয়া খানম

আওলিয়া খানম

ইতিহাসের হাত ধরেই বিকশিত হয় সভ্যতা। ৪৭, ৫২ হয়ে ১৯৭১ সনের মুক্তিযুদ্ধ হলো বাংলাদেশ নামক ভূখণ্ডের মহা মুক্তির সোপান।

আমাদের মুক্তিযুদ্ধ হলো এক মহাসমুদ্রের মতো। সেই সমূদ্র থেকে স্বচ্ছ স্ফটিকের মতো এক আজলা জল তুলে এনেছেন “আওলিয়া খানম “।

লেখকের “একাত্তর এবং মুক্তিযোদ্ধা পরিবার ” বইটি মূলত পারিবারিক ইতিহাসভিত্তিক মহান মুক্তিযুদ্ধের একটি খণ্ড চিত্রের ক্যানভাস।

যেখানে লেখক অত্যন্ত দক্ষতার সাথে চিত্রিত করেছেন – তৎকালীন সময়ে বর্বর পাকিস্তানি হায়েনাদের নির্মম হত্যাকাণ্ড, বেচেঁ থাকার জন্য নিরন্তর ছুটে চলা মানুষের আকুতি, ভারতীয় ভূখণ্ডে মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের আশ্রয় শিবির ইত্যাদি বিষয়গুলো।

পাশাপাশি লেখক প্রশ্ন তুলেছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে দেশের মানুষের বিভিন্ন চাওয়া – পাওয়ার অসমাঞ্জস্যতা নিয়ে।

সচিত্র বইটিতে দূর্লভ কিছু ছবি সংযোজন করায় বইটির গ্রহণযোগ্যতা নিঃসন্দেহে আরো বেড়েছে। সুন্দর মুদ্রণ, বাঁধাই ও প্রচ্ছদে গ্রন্থটি সবশ্রেনীর পাঠকের অবশ্য পাঠ্যগ্রন্থ হিসেবে বিবেচ্য।


Awlia Khanam Tultulপ্রকাশকাল – ফেব্রুআরি, ২০১৭
প্রকাশক – সাহিত্য কথা
মূল্য – ১৫০ টাকা ।