বের হচ্ছে দিব্যেন্দু দ্বীপ-এর সম্পাদনায় সমকালীন লেখকদের গল্প নিয়ে বই

সংকলন

২০২০ বইমেলা উপলক্ষ্যে বের হচ্ছে একটি ছোট গল্পের বই। বইটি নির্মিত হচ্ছে সমকালীন লেখকদের লেখা গল্প নিয়ে। আগামী প্রকাশনী বইটি প্রকাশ করবে। বইটিতে থাকবে ভিন্ন স্বাদের দশটি গল্প।  

বইটিতে যাদের গল্প স্থান পাচ্ছে—

প্লাবন ইমদাদ, চাণক্য বাড়ৈ, অসীম বিশ্বাস মিলন, সন্নাসী রতন, পিয়াশ মজিদ, মতিন বাঙালি, সৈয়দ জাহিদ হাসান, শাহিদা সুলতানা, সাবিনা ইয়াসমিন ও দিব্যেন্দু দ্বীপ।