১. পৃথিবীতে দুটো জিনিস শুধু অসীম— মহাবিশ্ব এবং মানুষের নির্বুদ্ধিতা, তবে আমি প্রথমটি সম্পর্কে নিশ্চিত নই।
২. প্রতিভাবান এবং নির্বোধের মধ্যে পার্থক্য হচ্ছে— প্রথমজন সীমা নির্ধারণ করতে পারে।
৩. যে চিন্তার কারণে সমস্যা সৃষ্টি হয়েছিল সেই একই চিন্তা দিয়ে সমস্যার সমাধান করা যেতে পারে না।
৪. সফল মানুষ হবার চেষ্টা করো না, একজন মূল্যবান মানুষ হয়ে ওঠো।
৫. প্রতিভার সাক্ষর মেলে কল্পনাশক্তি দ্বারা, জ্ঞানী হয়ে ওঠার মধ্য দিয়ে নয়।
৬. শেখা জিনিস ভুলে যাওয়ার পর যা অবশিষ্ট থাকে সেটাই শিক্ষা।
৭. জীবনটা সাইকেল চালানোর মতো, ভারসাম্য বজায় রাখতে হলে সামনে অগ্রসর হতে হবে।
৮. প্রকৃতির গভীরে নিমগ্ন হও, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে।
৯. সহজ সত্যে যে উদাসীন থাকে গুরুত্বপূর্ণ বিষয়ে তার ওপর আস্থা রাখা যায় না।
১০. প্রেমে পড়ার জন্য তুমি অভিকর্ষজ ত্বরণকে দায়ী করতে পারো না।