টুথপেস্ট টিউবের কালার কোডটি (নিচের রঙ্গীন দাগটি) কি বুঝায়?

12-18-toothpaste-cogdogblog-flickr

প্রতিটি টুথপেস্ট টিউবের নিচে একটি কালার কোড থাকে। এটি বর্গাকার বা আয়তকার একটি রঙ্গীন দাগ। আমরা সাধারণত এই দাগটি মালুম না করেই টুথপেস্ট কিনে থাকি। এই দাগ দেখেই কিন্তু টুথপেস্ট কেনা উচিৎ। দাগটির বিশেষ মানে রয়েছে।

১। টিউবের নিচে সবুজ দাগের অর্থ টুথপেস্টটি প্রাকৃতিক উপাদানে তৈরি।
২। নীল দাগের অর্থ প্রাকৃতিক এবং ঔষধী উপাদানের মিশ্রণে তৈরি।
৩। লাল প্রাকৃতিক এবং রাসায়নিক উপাদানের মিশ্রণে তৈরি।
৪। কালো দাগের অর্থ পেস্টটি পুরোপুরি রাসায়নিক উপাদানে তৈরি।

অর্থাৎ কি প্রকারের পেস্ট কিনছি তা বুঝতে হবে ঐ দাগ দেখে।