“আমি বিশ্বাস করি যে, আমি একজন ভিন্ন ধরনের মানুষ।” পঁচিশ বছর বয়সে ১৮৫৩ সালে টলস্টয় এ কথাটি বলেছিলেন। আরো বলেছিলেন, “আমি এমন একজন মানুষ পাইনি যে আমার চেয়ে সৎ এবং আদর্শের জন্য আমার চেয়ে বেশি ত্যাগ করতে প্রস্তুত।”
মাঝ বয়সে এসে তিনি “জীবনবিধি” দিয়েছিলেন। follow-upnews.com এর পাঠকদের জন্য এখানে তা তুলে ধরা হলো:
১. ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠো;
২. দশটার মধ্যে ঘুমোতে চলে যাও;
৩. হিসেব করে খাও;
৪. মিষ্টি খাবার এড়িয়ে চলো;
৫. দিনে অন্তত এক ঘণ্টা হাঁটো;
৬. মাসে দুইবারের বেশি বেশ্যাপাড়ায় যাওয়া যাবে না;
৭. শুধু তাদেরই ভালোবাস যারা সবকিছু ভালোবাসে;
৮. যুক্তিনির্ভর নয় জনগণের এমন মন্তব্য কানে তুলো না;
৯. একসাথে একটির বেশি কাজে হাত দিও না;
১০. অপ্রয়োজনীয় যে কল্পনাগুলো মাথায় আসে সেগুলো দূরে সরিয়ে রাখো
১১. আবেগ প্রকাশ করো না;
১২. তোমার সম্পর্কে অন্যের মন্তব্যকে গুরুত্ব দিও না;
১৩. ভালো কাজ করতে দ্বিধান্বিত হইয়ো না;
১৪. অনিয়ন্ত্রিত যৌনাকাঙ্খা অনবরত কাজ করার মাধ্যমে দমন করো;
১৫. অভাগাদের ভাগ্যন্নোয়নে কাজ করো।