জীবন সম্পর্কে তলস্তয়ের ১৫টি পরামর্শ

“আমি বিশ্বাস করি যে, আমি একজন ভিন্ন ধরনের মানুষ।” পঁচিশ বছর বয়সে ১৮৫৩ সালে টলস্টয় এ কথাটি বলেছিলেন। আরো বলেছিলেন, “আমি এমন একজন মানুষ পাইনি যে আমার চেয়ে সৎ এবং আদর্শের জন্য আমার চেয়ে বেশি ত্যাগ করতে প্রস্তুত।”

মাঝ বয়সে এসে তিনি “জীবনবিধি” দিয়েছিলেন। follow-upnews.com এর পাঠকদের জন্য এখানে তা তুলে ধরা হলো:

১. ভোর পাঁচটার মধ্যে ঘুম থেকে ওঠো;

২. দশটার মধ্যে ঘুমোতে চলে যাও;

৩. হিসেব করে খাও;

৪. মিষ্টি খাবার এড়িয়ে চলো;

৫. দিনে অন্তত এক ঘণ্টা হাঁটো;

৬. মাসে দুইবারের বেশি বেশ্যাপাড়ায় যাওয়া যাবে না;

৭. শুধু তাদেরই ভালোবাস যারা সবকিছু ভালোবাসে;

৮. যুক্তিনির্ভর নয় জনগণের এমন মন্তব্য কানে তুলো না;

৯. একসাথে একটির বেশি কাজে হাত দিও না;

১০. অপ্রয়োজনীয় যে কল্পনাগুলো মাথায় আসে সেগুলো দূরে সরিয়ে রাখো

১১. আবেগ প্রকাশ করো না;

১২. তোমার সম্পর্কে অন্যের মন্তব্যকে গুরুত্ব দিও না;

১৩. ভালো কাজ করতে দ্বিধান্বিত হইয়ো না;

১৪. অনিয়ন্ত্রিত যৌনাকাঙ্খা অনবরত কাজ করার মাধ্যমে দমন করো;

১৫. অভাগাদের ভাগ্যন্নোয়নে কাজ করো।

220px-Ilya_Efimovich_Repin_(1844-1930)_-_Portrait_of_Leo_Tolstoy_(1887)

ল্যেভ তল্‌স্তোয় (২৮ শে আগস্ট, ১৮২৮ – ২০ শে নভেম্বর, ১৯১০) একজন খ্যাতিমান রুশ লেখক। তাকে রুশ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক, এমনকি বিশ্ব সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ ঔপন্যাসিক হিসেবেও বিবেচনা করা হয়। তার দুইটি অনবদ্য উপন্যাস যুদ্ধ ও শান্তি (ইংরেজি War and Peace; রচনাকাল ১৮৬৩-১৮৬৯) এবং আন্না কারেনিনা ( রচনাকাল ১৮৭৫-১৮৭৭) । তিনি ছিলেন পরিবারের চতুর্থ সন্তান। শিশু বয়সে তার বাবা মা মারা যান এবং আত্মীয় স্বজনরাই তাকে বড় করেন। তিনি উপন্যাস ছাড়াও নাটক, ছোট গল্প এবং প্রবন্ধ রচনায় ব্যাপক খ্যাতি অর্জন করেন। তিনি নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে মারা যান। ১৯১০ সালের ২০ নভেম্বর রাশিয়ার আস্তাপোভো নামক এক প্রত্যন্ত স্থানের রেলওয়ে স্টেশনে তিনি অসুস্থ হয়ে পড়ে থাকেন এবং পরে মারা যান। তার মৃত্যুর পর ১৯২৮-১৯৫৮ এর মধ্যবর্তী সময়ে তার সাহিত্যকর্ম ৯০ খন্ডে বিভক্ত হয়ে তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এ প্রকাশিত হয়।