অন্যায়ের বিরুদ্ধে সৌখিন প্রতিবাদের কাজটাও এখন দুবৃত্তদেরই একটা অংশ করে থাকে …

গণদুবৃত্তায়ন

আপনারা খেয়াল করে দেখেছেন কিনা, এখন প্রতিবাদ প্রতিরোধ কাজটা, অর্থাৎ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর যে কাজটা, যে কথাগুলো বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে সে কথাগুলো বলার কাজটাও কিন্তু করছে ঐ দুবৃত্তদেরই একটা অংশ। তাদের মধ্যে একটু যারা পরিশীলিত, একটু যারা সফস্টিকেটেড তারা এখন মানববন্ধন বা টিভিতে টক শো বা যেখানে বলার সুযোগ আছে, অর্থাৎ প্রতিটি জায়গা দখল করে নিয়েছে দুবৃত্তরা। তাদের যে কণ্ঠস্বর, দুবৃত্তদের বিরুদ্ধে কণ্ঠস্বরটিও এখন দুবৃত্তদের কণ্ঠস্বর। প্রকৃতপক্ষে যারা সমাজ দরদী তারা আড়াল হয়ে গিয়েছে। প্রত্যেকটি রঙ্গমঞ্চে এখন দুবৃত্তদের আনাগোনা, এবং এটি এখন সর্বত্র, সবখানে।

https://youtu.be/2A4Q-AduH_Y?t=3