নিঃসন্দেহে আমিও প্যালেস্টাইনের স্বাধীনতা চাই।
কিন্তু তোমার চাওয়া আর আমার চাওয়ার মধ্যে ফারাক আছে।
মুসলিম হিসেবে তুমি মুসলমানের বিজয় দেখতে চাও, এটা ঠিক স্বাধীনতা চাওয়া না, বন্ধু।
আমি চাই মুক্তিকামী মানুষ হিসেবে ফিলিস্তিনের যুদ্ধরত মানুষকে মুক্ত দেখতে।
তুমি চাও ইসরাইলকে উড়িয়ে দিয়ে ফিলিস্তিনের স্বাধীনতা।
আমি চাই ফিলিস্তিন ইসরাইলের সহাবস্থান, যেমন ছিল খ্রিস্টপূর্ব থেকে।
তুমি ইতিহাসটা দেখতে চাও বেলফোর ঘোষণা থেকে,
আমি যেতে চাই পিছে,
যখন জেসাস খ্রিস্ট জেরুজালেমে শিশ্যদের নিয়ে খ্রিস্টিয়ানিটির চর্চা করতেন।
বন্ধু, তোমার আমার দেখা এক নয়।
তুমি দেখ একজন মুসলিম চোখে, মানুষের চোখে দেখ না।
মানুষের চোখে না দেখলে এসবের মীমাংসা হবে না।
তোমার কাছে উপমহাদেশের ইতিহাসের শুরু ১৭৫৭ থেকে,
হিন্দুর কাছে ১২০৪; শুধু আমরা মানুষ জানি ইতিহাস কত লম্বা, বিস্তৃত।
তোমার কাছে ইউরোপের ইতিহাস আরম্ভ ১৪৯২, খ্রিস্টান বলে ইতিহাস শুরু ৭১১ থেকে;
মানুষ জানে মানুষের কত লম্বা অতীত আছে!
বন্ধু, তোমার-আমার দেখা এক নয়, চাওয়া এক নয় ।
তুমি শুরু কর তোমার ধর্মযুগ থেকে, আমি শুরু করি ধর্ম পূর্ব সময়ে গিয়ে ।
বন্ধু, তোমরা দেখ মুসলিম চোখে, তোমরা দেখ হিন্দু চোখে তোমরা দেখ খ্রিস্টান চোখে;
তোমরা তো মানুষের চোখ দিয়ে দেখ না।
তবু তুমি আমার বন্ধু; নাকি মুখে মধু, অন্তর তোমার বিষ আছে জমানো?