”ঢাকা শহরের নামি দামী হাসপাতালেও পৃথক আইসিইউ নেই” -বানসুরি ইউসুফ

follow-upnews
0 0

সম্প্রতি খেজুরের রস খেয়ে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনদিনের মাথায় আমাদের এক পরিচিতজন মারা গেছেন।

সমস্যা অন্য জায়গায়। নিপা ভাইরাস সনাক্ত হওয়ার পর সরকারি-বেসরকারি নামিদামী মোট আটটি হসপিটাল রোগী এডমিশনে অপারগতা প্রকাশ করেছে। কারণ তাদের কারও আইসোলেটেড আইসিইউ নেই!

(রোগি শেষ পর্যন্ত বিনা ট্রিটমেন্টে নিজের বাসায় মারা গেছে।)

রিপিট করছি, ঢাকা শহরের নামিদামী আটটি হাসপাতালে আইসোলেটেড আইসিইউ নেই। অন্য কোথাও আছে কিনা আমার জানা নেই।

এমতাবস্থায়, করোনা ভাইরাসের ভয়ংকর থাবা মোকাবিলায় আমাদের সরেজমিন প্রস্তুতি খতিয়ে দেখা জরুরী নয় কি?

ফেসবুক থেকে

বানসুরি এম ইউসুফ

Next Post

About Ekattorer Ghatok Dalal Nirmul Committee

Ekattorer Ghatak Dalal Nirmul Committee (Committee for Resisting Killers and Collaborators of Bangladesh Liberation War of 71) is a socio-political organization to resist killers and collaborators and establish the sentiment and consciousness about the manifesto of the  Liberation War for Bangladesh held in 1971.     Making Jahanara Imam convener Nirmul […]
Jahanara Imam

এগুলো পড়তে পারেন