প্রকৃত ভালোবাসা বলে কিছু নেই

১. অভাবের চেয়ে মানুষ ভাবের জ্বালায় বেশি মরে।

২. যে এগিয়ে আসে অবশ্যই সে বেশি মানুষ

৩. মানুষ অনেক প্রকার, তবে প্রধানত দুই প্রকার– বিবেচক এবং নির্বোধ।

৪. ভালোবেসে কেউ ঠকে না, ফলটা বেশি মেলে চোখের আড়াল হলে।

৫. নারীর সবই বেশি, লোভটাও তাই বেশি।

৬. যৌনতা মানুষকে আনন্দ দেয়, ভোগায় সবচেয়ে বেশি।

৭. পণ্য নির্ভর লোক  দেখানো সুখের নেশায় পেয়ে বসলে আড়ালে দুঃখ বাড়ে।

৮. স্বামী বা স্ত্রী হচ্ছে এমন একজন সাক্ষী যে আমার জীবনের বড় অংশটা জানে। তবে এটাও সত্য— এই সাক্ষী সবসময় পক্ষে থাকবে এমন কথা নয়। 

৯. স্বামী-স্ত্রীর মধ্যে যতই বিবাদ থাকুক, তৃতীয় পক্ষের কাজ থেকে লাভটা বুঝে নেবার ক্ষেত্রে তারা খুবই একত্রিত। 

১০. প্রকৃত ভালোবাসা বলে কিছু নেই, এজন্য ভালোবাসার অভিনয়টা খুব গুরুত্বপূর্ণ।


শেকস্ রাসেল