এই সেই বীর, রাষ্ট্রপতির নিরাপত্তা প্রধান ব্রিগেডিয়ার জেনারেল জামিল, যিনি বঙ্গবন্ধুর ফোনে সাড়া দিয়ে ছুটে গেছিলেন ৩২ নম্বরে কিন্তু পথে সোবহানবাগ মসজিদের সামনে তাকে জীবন দিতে হয়েছিল।
সেনাবাহিনী, রক্ষীবাহিনী, বিডিআর, পুলিশ, আনসার থেকে আর কোন একজন ব্যক্তি বঙ্গবন্ধুকে বাঁচাবার ন্যুনতম চেষ্টা করেনি।
তিনিই ব্রিগেডিয়ার জেনারেল জামিল উদ্দিন আহমেদ। তাঁর এই আত্মাহুতির স্বীকৃতি হিসেবে রাষ্ট্র তাঁকে “বীর উত্তম” পদকে ভূষিত করে।