‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল – দিব্যেন্দু দ্বীপ

follow-upnews
0 0

পুরুষতান্ত্রিক সমাজে থাকতে থাকতে আমাদের একটা সমস্যা হয়েছে- ধরে নিয়েছি, নারী কোনো অপরাধ করতে পারবে না। বড় কোনো সুকর্ম নারী করতে পারবে না, বড় কোনো কুকর্মও নারী করতে পারবে না।

কিন্তু মানুষ হিসেবে ধরলে পুরুষ যেমন খারাপ হয়, নারীও তা হতে পারে। নারীর অধিকার সমুন্নত রাখা আর নারীর প্রতি শুধু নারী হিসেবে সমর্থন দেওয়া এক কথা নয়।

বনশ্রীতে “মা দুই ছেলেকে হত্যা করেছে” বলে খবর বেরিয়েছে। করতে পারে। পৃথিবীতে শুধু নয়, এই বাংলাদেশেই এরকম ঘটনা আগেও ঘটেছে। ধর্ম আর নানান ধরনের বর্বরতার দেশ এখন বাংলাদেশ, সেখানে এরকম কিছু ঘটনা ঘটাতো অস্বাভিক হলেও অসম্ভভ নয়।

নবজাতক হত্যার ঘটনা তো এদেশে অহরহই ঘটছে, কিছু খবরে আসছে, কিছু খবরে আসছে না। তাছাড়া “মা” কে যতই মহিমান্বিত করা হোক না কেন, এটা তো একটা ন্যাচারাল ফেনোমেনন ছাড়া কিছু নয়।

‘মা’ যদি দরদের শীর্ষ পর্যায় হয়, তাহলে তো শুধু নিজ সন্তান নয়, সবক্ষেত্রেই মাতৃত্ব জেগে ওঠার কথা। ক’জনার ক্ষেত্রে তা হয়? তাই ‘মা’ হিসেবে নারীকে প্রয়োজনের অতিরিক্ত মহিমান্বিত করা তাদের মানুষ হিসেবে স্বীকৃতি না দেওয়ারই সামীল।

Next Post

মানবিকতার কথা বাদ দিলাম, এই ঘোষণার আইনগত ভিত্তি কি?

ঘোষণাটি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে সমাজে অবহেলিত কিছু শিশু রয়েছে যাদের আমরা ‘টোকাই’ বলে থাকি। এই ঘোষণাটি আরো পরিস্কারভাবে বুঝিয়ে দিচ্ছে যে, তাদের আমরা মানুষ মনে করি না, কারণ, ছবিতে দেখা যাচ্ছে- মানুষের প্রবেশে সেখানে বাধা নেই, বাধা টোকাই প্রবেশে।