Headlines

লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ড মর্মবিদারক ।। আলী রিয়াজ

সিরাজদিখান

প্রকাশক, লেখক শাহজাহান বাচ্চুর হত্যাকাণ্ড মর্মবিদারক। এই হত্যাকাণ্ডের দায় যাদের তাঁদের খুঁজে বের করার দাবি অবশ্যই তুলতে হবে। এঁকে আমি এক ধরনের ইঙ্গিত বলেও মনে করি। কারা, কী উদ্দেশ্য নিয়ে একজন নাগরিককে হত্যা করেছে সেটা খুঁজে বের করা দরকার। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাঁরা জানে যে প্রকাশ্যে সবাইকে ভীত সন্ত্রস্ত করে হত্যা করে পালিয়ে যাওয়া সম্ভব হবে। সম্ভবত তাঁরা এও জানে বা মনে করে যে তাঁরা ধরা ছোঁয়ার বাইরেই থাকবে। এই হত্যাকাণ্ড দেশে অব্যাহতভাবে চলা হত্যাকাণ্ডের তালিকায় যুক্ত হওয়া আরেকটা ঘটনা, কিন্ত কেবলমাত্র ‘আরেকটা ঘটনা’ নয়, মানুষ কেবল পরিসংখ্যান নয়। অথচ যেভাবে হত্যাকাণ্ডকে ‘স্বাভাবিক’ বলে দাঁড় করানো হয়েছে তাতে করে এই ধরনের ঘটনা এখন আর সমাজের সকলকে যেভাবে নাড়া দেয়ার কথা সেভাবে নাড়া দেয় না। একে ‘দুর্ভাগ্যজনক’ বললেও যথেষ্ট হয় না। কী দুঃসহ সময়ে বাংলাদেশের নাগরিকরা বাস করছে, প্রতিদিনের ঘটনা তাই মনে করিয়ে দেয়, শাহজাহান বাচ্চুর নির্মম হত্যাকাণ্ড তা মনে করিয়ে দেয়।

আলী রিয়াজ

অধ্যাপক, ইলিনয় স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র


খবর:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে সাংবাদিক, মুক্ত মনা ব্লগার ও লেখক শাহজাহান বাচ্চুকে (৫৫) গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।