সংস্কার না হলে অভ্যুত্থান থেকে কিছুই পাবে না দেশ

যুক্তরাষ্ট্র

ফলোআপ নিউজ-এর নিয়মিত আয়োজন দেশ ভাবনায় কথা বলেছেন, সিলেট জেলার বিয়ানীবাজারে বেড়ে ওঠা প্রবাসী ইঞ্জিনিয়ার কামাল আহমদ। সমাজকর্মে নিয়োজিত অবসরপ্রাপ্ত কামাল আহমদ বলেন, দেশের বড় দলগুলো জনমতের ভিত্তিতে জন্ম নেয়নি। পারিবারিক বলয়ের বাইরে এ দলগুলো কখনো আসতে পারেনি। এসব দলের পার্টি প্রধান সব সময় পরিবার থেকেই কেউ হয়েছে। এ দলগুলোকে গণতান্ত্রিক দল বলা যায় না। ৫৪ বছর ধরে তারা ক্ষমতায় ছিলো, কিন্তু দৃশ্যমান কোনো পরিবর্তন তারা করতে পারেনি। তাদের ছত্রছায়ায় একদল দুবৃত্ত দেশ লুটেপুটে খেয়েছে— একথা অস্বীকার করার কি কোনো সুযোগ আছে?

৪২ বছর ধরে যুক্তরাষ্ট্র প্রবাসী কামাল আহমদ আরো বলেন, দেশের মানুষ পরিবর্তন মেনে নিয়েছে। ছাত্রজনতা নতুন সরকারকে মেনে নিয়েছে। বর্তমান সরকার জনমতেরই সরকার। দেশের আপামর জনসাধারণ সমর্থন দিয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে। ফলে এই সরকারকে অগণতান্ত্রিক সরকার বলার কোনো সুযোগ নেই।

এই সরকারকে (অন্তবর্তীকালীন সরকার) জনগণ যেভাবে সমর্থন দিচ্ছে, ছাত্রজনতা নতুন বাংলাদেশের জন্য যেভাবে উদগ্রীব হয়ে আছে, তাতে পরিবর্তন অবশ্যম্ভাবী। এটা বাংলাদেশের জনগণকে মেনে নিতে হবে। আওয়ামী লীগ, বিএনপি এবং জাতীয় পার্টিতে শুভবুদ্ধি সম্পন্ন যারা আছে, তাদের এ সত্য মেনে নিয়েই রাজনীতি করতে হবে যে, বাংলাদেশে একটি বড় পরিবর্তন ঘটে গেছে। ছাত্র-জনতা নতুন বাংলাদেশকে নতুনভাবে গড়তে চায়, এক্ষেত্রে কোনো বাঁধা আসলে তারা মেনে নেবে না।


কামাল আহমদ

ডালাস, টেক্সাস, যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র
কামাল আহমদ।