রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন

follow-upnews
0 0

রাতের চেয়েও কালো ছিল ওদের কালো থাবা সেদিন।

ওরা ছিল বিভৎস একদল নরপশু—

এসেছিল ক্ষুধা মেটাতে ধর্ম-জাতিস্বত্ত্বার অজুহাতে,

ওদের সাথে ছিল যারা—তাঁরা আছে আজও

দিগুণ বেড়ে—এখনো ক্ষুধার্ত ওরা একইরকম।

ওরা হত্যা করেছিল মানুষ, কারণ, ওরা মানুষ খেকো—

আজও আছে ওরা ওৎ পেতে, কারণ, ওরা মানুষ খেকো।

ওরা নির্যাতন করেছিল, ওরা ধর্ষণ করেছিল—

কারণ, ওরা নির্যাতনকারী, কারণ, ওরা ধর্ষক,

আজও আছে ওরা, ওৎ পেতে আছে, কারণ, ওরা সেই ওরাই।

২৫ মার্চ ১৯৭১—একটি সাধারণ রাতকে

ওরা চীরদিন কালো করেছে রেখেছে বর্বরতার সীমা ছাড়িয়ে।

এখনো ছায়া হয়ে ঘুরে বেড়ায় ওরা মানুষের চারপাশে,

কখনো কখনো মানুষের বেশে পাশে বসে হেসে।

সাবধান! হুশিয়ার! ওরা আছে, সভ্যতার শত্রুরা আছে,

লুটের সম্পদ এবং বর্বরতার বাইবেল সাথে নিয়ে

ওরা আছে হয়ত তোমার ঘরেও, হয়ত ওরা আছে

তোমার নগ্ন দেহে—শিশ্ন উঁচিয়ে ভালোবাসার বেশে।

 

দিব্যেন্দু দ্বীপ

Next Post

একাত্তরেই ছিল -হাসান মাহমুদ

আজকে তোদের যা কিছু চাই, একাত্তরেই ছিল, “জয় বাংলা” নামের বড়াই একাত্তরেই ছিল। ঐক্যবোধের শক্ত জাতি, মুল্যবোধের ভক্ত জাতি , সাম্প্রদায়িক সম্প্রীতিবোধ একাত্তরেই ছিল , ধর্মচোরার অধর্ম রোধ একাত্তরেই ছিল। শিকল পরা পায়ের নাচন, শিকল ভাঙ্গার মরণ-বাঁচন , দীপ্ত ভবিষ্যতের বাণী, ক্ষিপ্ত ধরা কালনাগিনী , তৃপ্ত বিজয়-মগ্ন মানব একাত্তরেই ছিল […]