শুভানুধ্যায়ী ফোরাম

মোঃ রেজাউল হক, পিপিএম

ডিআইজি, খুলনা

মোহাম্মদ আহসানুর রহমান

অতিরিক্ত পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর

আজম মাসুদ

অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা

এইচ এম শরিফুল হাসান

অতিরিক্ত কমিশনার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট

অভিনন্দন জোদ্দার

উদ্যোক্তা

বাবুল সরদার

সাংবাদিক

নারায়ণ চন্দ্র মণ্ডল

সাব-রেজিস্টার ও সমাজকর্মী

তাপস দাস

গবেষক

শামীমা নূর

ব্যাংকার

নারায়ণ মিত্র

এসএম কাইয়ুম

চলচ্চিত্র নির্মাতা

মুক্তা আক্তার

এনজিওকর্মী

দিলরুবা চুমকি

এনজিওকর্মী

আবিদা সুলতানা

শিক্ষক

তীর্থ রুহি

শিক্ষক

ডাঃ শেখ বাহারুল আলম

চিকিৎসক

মোঃ বাহাউদ্দিন খন্দকার

ব্যবসায়ী এবং দলিল লেখক


♦ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে শুভানুধ্যায়ীদের মূল্যায়ন ও মতামতের প্রাধান্য দেওয়া হবে।
♦ প্রেস রিলিজ/সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে শুভানুধ্যায়ীরা অগ্রাধীকার পাবে।

♦ শুভানুধ্যায়ী সদস্যের কোনো সমস্যা হলে এবং নিরাপত্তা বিঘ্নিত হলে পত্রিকা তার পাশে দাঁড়াবে।

♦ শুভানুধ্যায়ী হিসেবে আপনি যদি আপনার নাম অন্তুর্ভুক্ত করতে চান, তাহলে নিয়মিতভাবে পত্রিকার কনটেন্ট ফেসবুকে শেয়ার করুন। পত্রিকার পেজ ফলো করুন। সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হোন, কর্তৃপক্ষ আপনাকে ফোরামের সদস্য করে নেবে।