মোঃ রেজাউল হক, পিপিএম
ডিআইজি, খুলনা
বিদ্যুৎ সাহা
অবসরপ্রাপ্ত ইঞ্জিনিয়ার, পানি উন্নয়ন বোর্ড
মোহাম্মদ আহসানুর রহমান
অতিরিক্ত পরিচালক, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর
আজম মাসুদ
অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, বিটিআরসি
এইচ এম শরিফুল হাসান
অতিরিক্ত কমিশনার, কাস্টমস্ এক্সাইজ এন্ড ভ্যাট
অমিত কুমার বিশ্বাস
নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত
আনন্দ কিশোর সাহা
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা
ফারুক হোসেন
সিঙ্গাপুর প্রবাসী
নুরুল বাসার চন্দন
ম্যানেজিং পার্টনার, এশিয়া সুইটস্
কৃষিবিদ দিপংকর রায়
উপপরিচালক (বীজ বিপণন), বিএডিসি
প্রিয়াঞ্জন প্রভা
মানবাধিকার কর্মী।
দীপংকর কুমার দত্ত
নিরাপদ খাদ্য কর্মকর্তা
মীর আতাহার আলী
অফিসার ইনচার্জ, দৌলতপুর থানা, খুলনা
অভিনন্দন জোদ্দার
উদ্যোক্তা
রীনা শীপ্রা
সরকারি চাকরিজীবী
শেখ দিদারুজ্জামান
সমাজকর্মী
বাবুল সরদার
সাংবাদিক
নারায়ণ চন্দ্র মণ্ডল
সাব-রেজিস্টার ও সমাজকর্মী
তাপস দাস
গবেষক
শরিফুল ইসলাম
অধ্যাপক, গণিত বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়
চিরঞ্জীব দাস
শিক্ষক
সাকিল এম হুমায়ুন
চাকরিজীবী, বার্জার, সাবেক থিয়েটার কর্মী
এসএম কাইয়ুম
চলচ্চিত্র নির্মাতা
মোহাম্মদ সোহেল আক্তার
চাকরিজীবী, খাদ্য অধিদপ্তর
দিলরুবা চুমকি
হিউম্যান রিসোর্স এক্সপার্ট, এসিআই
আবিদা সুলতানা
শিক্ষক
ডাঃ শেখ বাহারুল আলম
চিকিৎসক
ডাঃ দিপাঞ্জয় মিরবর
চিকিৎসক
আফরোজা আলো
শিক্ষক
ব্যবসায়ী এবং দলিল লেখক
♦ প্রতিবেদন প্রকাশের ক্ষেত্রে মূল্যায়ন ও মতামতের প্রাধান্য দেওয়া হবে।
♦ প্রেস রিলিজ/সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশে শুভানুধ্যায়ীরা অগ্রাধীকার পাবে।
♦ শুভানুধ্যায়ী সদস্যের কোনো সমস্যা হলে এবং নিরাপত্তা বিঘ্নিত হলে পত্রিকা তার পাশে দাঁড়াবে।
♦ শুভানুধ্যায়ী হিসেবে আপনি যদি আপনার নাম অন্তুর্ভুক্ত করতে চান, তাহলে নিয়মিতভাবে পত্রিকার কনটেন্ট ফেসবুকে শেয়ার করুন। পত্রিকার পেজ ফলো করুন। সমাজসেবামূলক কার্যক্রমে যুক্ত হোন। কর্তৃপক্ষ আপনাকে ফোরামের সদস্য করে নেবে।