খুলনার চার নম্বর ঘাট এলাকা থেকে ট্রলারে তুলে নিয়ে যাওয়া খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে অপহরণের পাঁচ ঘণ্টা পর উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে খুলনার তেরখাদা উপজেলার আজগড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আবুল বাশার মোহাম্মদ আতিকুর রহমান জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান শুরু করে এবং রাতেই ভুক্তভোগী কর্মকর্তাকে উদ্ধার করতে সক্ষম হয়।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খুলনার ৪ নম্বর ঘাটে কর্মরত খাদ্য পরিদর্শক সুশান্ত কুমার মজুমদারকে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক একটি ট্রলারে তুলে নিয়ে যায়। এ ঘটনায় তার স্ত্রী মাধবী রানী মজুমদার খুলনা সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। যাতে দেখা যায় কয়েকজন ব্যক্তি খাদ্য কর্মকর্তাকে জোর করে ট্রলারে উঠিয়ে নিয়ে যাচ্ছে। ভিডিওটি ঘিরে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
উল্লেখ্য, অপহৃত সুশান্ত কুমার মজুমদার খাদ্য অধিদপ্তরের অধীন খাদ্য পরিদর্শক হিসেবে খুলনার ৪ নম্বর ঘাট এলাকায় দায়িত্ব পালন করছিলেন।