আপনার বিপদের কথা আমাদের বলুন। আমরা পাশে দাঁড়াবো। আমরা ঘটনাস্থলে যাব, অথবা আপনি আমাদের অফিশে আসবেন। ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে সমাধানযোগ্য হলে আমরা সেভাবে সমাধান করবো। আমাদের টিমে রয়েছে সমাজকর্মী, সাংবাদিক, প্রকাশক, লেখক, চলচ্চিত্র পরিচালক, এডভোকেট, ব্যাংকার, এনজিওকর্মী, পুলিশ, ব্যবসায়ী, ডাক্তার এবং ইঞ্জিনিয়ার সহ বিভিন্ন শ্রেণীপেশার স্বেচ্ছাসেবক। অতএব, নি:সংকোচে আপনি আপনার বিপদের কথা জানান, আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করবো।
১. আপনি কি জায়গাজমি সংক্রান্ত কোনো সমস্যায় আছেন? ক্রয়কৃত জমি বুঝে পাচ্ছেন না? আপনার জমি বেদখল হয়ে গেছে?
২. আপনি কি আপনার বা আপনার কোনো আপনজনের নিরাপত্তা নিয়ে শঙ্কিত?
৩. আপনার কন্যা সন্তানটি কি ইভটিজিং-এর শিকার হচ্ছে?
৪. আপনি কি বিচার চেয়ে বিচার পাচ্ছেন না?
৫. আপনি কি প্রতিপক্ষের হুমকি ধমকিতে ভীত হয়ে পড়েছেন? আপনার স্বাভাবিক জীবন বিঘ্নিত হচ্ছে?
৬. আপনি কি থানা পুলিশ সংক্রান্ত কোনো ঝামেলায় আছেন?
৭. আপনি কি সংখ্যালঘু হিসেবে নির্যাতীত বা নিগৃহীত হচ্ছেন?
৮. আপনি কি সরকারি অফিশে কাজ করতে গিয়ে বিড়ম্বনার শিকার হচ্ছেন, বা ঘুষ-দুনীতির ফাঁদে পড়েছেন?
৯. আপনি কি চিকিৎসাজনিত কোনো সমস্যায় আছেন?
১০. আপনি কি কোনো নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছেন?
১১. আপনি কি অনলাইন প্লাটফর্মে আপনার পণ্যের প্রচার ও প্রসার চান?
১২. আপনি কি কোনো বই বা পত্রিকা বের করতে চাচ্ছেন? কিন্তু কীভাবে করবেন বুঝতে পারছেন না?
১৩. আপনি কি একটি প্রামাণ্যচিত্র, সাক্ষাৎকার বা সংবাদভাষ্য বানাতে চাচ্ছেন?
আপনার যেকোনো ধরনের সমস্যা এবং স্বপ্নের কথা আমাদের জানান। আমরা আপনার পাশে দাঁড়াবো। তবে কোনো অবৈধ বা অসত্য কর্মের সাথে আমরা বা আমাদের পত্রিকা জড়িত হবে না।
যোগাযোগ: সম্পাদক, ফলোআপনিউজ, ০১৮৪ ৬৯ ৭৩২৩২