কৃষকের ধান কেনায় সিন্ডিকেট হলে সোজা করে দেবো: কৃষি উপদেষ্টা

কৃষি উপদেষ্টা

কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘কৃষি ও কৃষকরাই দেশটাকে বাঁচিয়ে রেখেছেন। এজন্য কৃষকদের সব সময় ধন্যবাদ দিতে হবে। কৃষকের ধানের ন্যায্য দাম নিশ্চিত করা হবে। সরকার ধান কিনবে। ধান কেনায় সিন্ডিকেট হলে সেটি আমরা সোজা করে দেবো।’

কৃষি উপদেষ্টা
বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জের হাওড়ে বোরো ধান কাটার উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা মোঃ জাহাঙ্গীর আলম।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে সুনামগঞ্জের হাওরে বোরো ধান কাটার আনুষ্ঠানিক উদ্বোধন শেষে কৃষকদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এসব কথা বলেন তিনি। সদর উপজেলার দেখার হাওরের গোবিন্দপুর এলাকায় কম্বাইন হারভেস্টার দিয়ে একজন কৃষকের ধান কাটেন কৃষি উপদেষ্টা। এর মাধ্যমেই হাওরে বোরো ধান কাটার উদ্বোধন করেন তিনি। এরপর কৃষকদের সঙ্গে ফসল, হাওরের ফসল রক্ষাবাঁধ, ধানের দামসহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন তিনি।

এ সময় উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ) মো. জাকির হোসেন, কৃষি সম্প্রসারণ অধিদফতরের মহাপরিচালক সাইফুল ইসলাম, সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী, পুলিশের সিলেট রেঞ্জের অতিরিক্ত মহাপরিদর্শক (ডিআইজি) মো. মুশফিকুর রহমান, সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়া, পুলিশ সুপার মো. তোফায়েল আহাম্মেদ, কৃষি সম্প্রসারণ অধিদফতরের সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক বিমল চন্দ্র সোম প্রমুখ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবার সুনামগঞ্জে দুই লাখ ২৩ হাজার ৫০২ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১৩ লাখ ৭০ হাজার মেট্রিক টন।

সংবাদ সূত্রঃ বাংলা ট্রিবিউন

সম্পর্কিত সংবাদঃ

ধান চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি

গাইবান্ধায় ধান-চাল কেনায় অনিয়মেরঅভিযোগ

কৃষক নয়, ব্যবসায়ীদের ধান যাচ্ছে গুদামে!

টাকা ছাড়া কৃষকের ধান নেন না খাদ্যগুদাম কর্মকর্তা প্রবীর

৩৯ মে. টন চাল গুদামে নেই, বিল দিলেন কর্মকর্তা

সাতক্ষীরায় আমন ধান সংগ্রহে দুর্নীতির অভিযোগ

চিলমারীতে কৃষকের তালিকায় নয়ছয়

ধান সংগ্রহে অনিয়ম, সিন্ডিকেট চক্রের সদস্যদের নিয়ে তদন্ত

রাজশাহীতে ধান-চাল সংগ্রহে অনিয়ম

ধান চাল সংগ্রহে অনিয়ম-দুর্নীতি

খাদ্য গুদাম কর্মকর্তার বিরুদ্ধে চালে ভেজাল মিশানোর অভিযোগ

পদোন্নতি ঠেকাতে মরিয়া ফুড ইন্সপেক্টররা