কোনোভাবেই দখলমুক্ত হচ্ছে না খুলনার বড় বাজার

খুলনা

খুলনা মহকুমা থাকাকালীন নাম ছিলো চার্লিগঞ্জ এবং  সাহেবের হাট;

যশোর জেলার অধীনে খুলনা মহকুমা হয় ১৭৫৭ সালে;

খুলনা জেলা গঠিত হয় ১৮৮৪ সালে;

ভৈরব নদের তীরে অবস্থিত সাহেবের হাটটিই বড় হয়ে বড় বড় বাজার নামকরণ পায়;

বড় বাজারের বেশিরভাগ জায়গা এখন অর্পিত, দেবোত্তর এবং নদীর;

অবৈধ দখলদারেরা খুব শক্তিশালী বলে প্রশাসনের অভিমত।

বড় বাজার
খুলনা বাজার মালিক সমিতির কাজ কী, কী নিয়মে এটি পরিচালিত হয়, সময়মতো নির্বাচন হয় কিনা, এসব নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। বর্তমান সভাপতির বিরুদ্ধেই উঠেছে অভিযোগ।

খুলনার ঐতিহ্যবাহী বড়বাজারের বেহাল অবস্থা। বেহাল অবস্থা টিকিয়ে রেখে যাদের লাভ তারাই আবার হর্তাকর্তা। বাজারের প্রবেশ পথগুলোর সিংহভাগ অবৈধ দখলে। সংকুচিত রাস্তায় ফায়ার সার্ভিসের গাড়ি কিংবা এম্বুলেন্স —বড় কোন গাড়ি ঢোকার পথ নেই। চারপাশে ঘিঞ্জি পরিবেশ। নদীটি দূষণ এবং দখলে জর্জরিত। পরিবেশ উন্নত করার কোনো তাগিদ আছে বলে ব্যবসায়ীক নেতাদের কথায় মনে হলো না।


নিউজটি চলমান।