খাদ্যের কর্মচারীদের নিজেদেরই খাদ্যনিরাপত্তা নেই বলে দাবী

খাদ্য নিয়ন্ত্রক

দেশব্যাপী সরকারের যত থাদ্যবান্ধব কর্মসূচী আছে— সবই পরিচালিত হয় খাদ্য অধিদপ্তর দ্বারা। এই অধিদপ্তরের কর্মচারীরাই মূলত কাজটিতে মাঠপর্যায়ে সহযোগিতা করে থাকে। দরিদ্র ও নিম্ন আয়ের মানুষকে কিছুটা স্বস্তি দিতে এবং বাজারের অস্থিতিশীলতা নিরসনে উদ্যোগের অংশ হিসেবে সারা দেশে খাদ্যবান্ধব কর্মসূচি এবং খোলাবাজারে চাল বিক্রি করা হয়। তবে এ উদ্যোগের ফলে প্রকৃতপক্ষে মানুষ কতটা লাভবান হচ্ছে, এবং আসলেই এ উদ্যোগ বাজারের লাগাম টেনে ধরতে কার্যকর কিনা সে বিষয়ে কোনো গবেষণা নেই। কিউএন্ডসি রিসার্সের পর্যবেক্ষণ হচ্ছে— এই কার্যক্রমেও শেষ পর্যন্ত ব্যবসায়ীরাই লাভবান হচ্ছে। তবে এ অধিদপ্তরের কর্মচারীরা, বিশেষ করে খাদ্য গুদামগুলোতে যারা কাজ করেন, তারা একটি ভিন্ন প্রশ্ন তুলেছেন— তারা বলছেন, এত খাদ্য পাহারা দিলেও তাদের জন্য কোনো রেশনের ব্যবস্থা নেই। অন্যান্য চাকরির তুলনায় এ কাজের তাদের পরিশ্রম বেশি হওয়া সত্ত্বেও বিশেষ কোনো সুযোগ সুবিধা তাদের নেই। বিশেষ করে খাদ্য গুদামে যারা চাকরি করেন, তাদের চাকরি আবাসিক। ফলে তাদের দাবী— সরকার যেন তাদের জন্য রেশনের ব্যবস্থা করে। এ অধিদপ্তরের কর্মচারীরা আরো বলেন, খাদ্য অধিদপ্তরের দুর্নীতির সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই। এটা কীভাবে হয় আমাদের জানা নেই।