দুদক খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা খুলনা সদর সাব-রেজিস্ট্রি অফিসে অভিযান চালিয়েছিলো ১৬ এপ্রিল ২০২৫। ঘুষ গ্রহণ, দালালদের দৌরাত্মসহ নানা অনিয়মের তথ্য পায় দুর্নীতি দমন কমিশন (দুদক) খুলনা জেলা কার্যালয়ের কর্মকর্তারা। এ সময় সাব রেজিস্ট্রার তন্ময় কুমার মন্ডলসহ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিলো।

আজকে সে অভিযান সম্পর্কে ফলোআপ করতে দুদক খুলনার সাথে বসেছিলো ফলোআপ নিউজ। দুদকের সহকারী পরিচালক রকিবুল ইসলাম ফলোআপ নিউজকে বলেন, দুদক যে প্রক্রিয়ায় দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়, এক্ষেত্রে সরাসরি সেদিন আমরা সাবরেজিস্টারের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারিনি। তবে অফিস প্রধান হিসেবে সাবরেজিস্টার তন্ময় মণ্ডল দায় এড়াতে পারেন না বলে তিনি মেনে নেন। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী তন্ময় মণ্ডল খুলনার মতো বাগেরহাটে (মোড়েলগঞ্জ উপজেলা) থাকাকালীনও লাগামহীনভাবে ঘুষ দুর্নীতিতে যুক্ত ছিলেন— এমন তথ্যের আলোকে সহকারী পরিচালক রকিবুল ইসলাম ফলোআপ নিউজকে বলেন, আপনারা তথ্য প্রমাণ দিলে আমরা ব্যবস্থা নেবো। সম্পুরক তথ্য হিসেবে রকিবুল ইসলাম বলেন, তন্ময় মণ্ডলের বিরুদ্ধে দুদকের ভিন্ন একটি মামলা চলমান রয়েছে।

এদিকে খুলনা সাবরেজিস্টার অফিসে কাজ করতে হয় এমন কয়েকটি সরকারি অফিসের কয়েক জন কর্মকর্তাও তন্ময় মণ্ডলের ঘুষ দুর্নীতি নিয়ে নাম প্রকাশ না করার স্বার্থে উষ্মা প্রকাশ করেছেন।
বিষয়টি নিয়ে ফলোআপ নিউজ আইন মন্ত্রণালয়ের দায়িত্বশীল একজন কর্মকর্তার সাথে কথা বলতে চাইলে তিনি রবিবার এ বিষয়ে ফলোআপ নিউজের সাথে কথা বলবেন বলে জানিয়েছেন।
