গ্রেফতারের পর বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতির কারাগারে মৃত্যু

ছাত্রলীগ

বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াছিকুর রহমান বাবু কাশিমপুর কারাগারে মৃত্যুবরণ করেছেন। স্বজনেরা বলছেন নির্যাতনের কারণে বাবুর মৃত্যু হয়েছে।বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক এই সভাপতি সর্বশেষ বাড্ডা থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক পদে ছিলেন।

ছাত্রলীগ
বাড্ডা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াসিকুর রহমান বাবু।

 

গত ২৪ সেপ্টেম্বর রাজধানীর পান্থপথ এলাকায় মিছিল থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। সন্ত্রাসবিরোধী আইনে দায়ের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। ২৭ সেপ্টেম্বর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এ স্থানান্তর করা হয়।

কারাগার-২-এর সুপার আল মামুন জানান, ওই মামলায় ওয়াসিকুর রহমান বাবুর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ২১ ডিসেম্বর বিকেলে পুলিশের একটি দল তাকে নিতে কারাগারে আসে। পুলিশের কাছে হস্তান্তরের জন্য তাকে কারাগারের অফিস কক্ষে চেয়ারে বসানো হয়। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। যদিও ভিন্ন একটি সূত্র বলছে তিনি কারা ফটকে ঢলে পড়েন।

তাৎক্ষণিকভাবে তাকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন, বলেন তিনি।

হাসপাতাল সূত্র জানিয়েছে, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। সূত্র বলছে মিছিল থেকে আটকের পর বাবুকে গণপিটুনি দিয়ে কলাবাগান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছিলো। গুরুতরো আহত হলেও এরপর বাবুর কোনো চিকিৎসা হয়নি। বিনা চিকিৎসায় বাবু মারা গিয়েছে। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, বাবুকে কারা অভ্যান্তরেও নির্যাতন করা হয়েছে। যদিও পুলিশের পক্ষ থেকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করা হয়েছে।