সীতাকুণ্ড চন্দ্রনাথধাম মহাতীর্থের পাদদেশে তীর্থভূমির অধীন ২ নং ব্রীজ সংলগ্ন এলাকায় গতকাল শনিবার বনভোজনের আয়োজন করেন উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা তাওহীদুল হক চৌধুরী। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড আসনের এমপি প্রার্থী আনোয়ার ছিদ্দিকী, উপজেলা জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, সেক্রেটারি মোহাম্মদ আবু তাহেরসহ জামায়াতের উপজেলা ও ইউনিয়নের ৫ শতাধিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি পেশার আরো সহস্রাধিক মানুষ।
চন্দ্রনাথ ধামের এ স্থানটিতে আয়োজক গরু কেটে মুসলমানদের খাওয়ান। আজান দেওয়া হয় এবং সবাই মিলে নামায পড়েন, ইসলামী সঙ্গীত পরিবেশন করা হয়। এখানে স্থানীয় কয়েকশো হিন্দু ধর্মাবলম্বী ভোটারকেও আমন্ত্রন জানানো হয়। তবে হিন্দুরা সেখানে গিয়ে পবিত্র তীর্থভূমিতে গরু জবাই, আজান দেয়া, নামায পড়া এবং ইসলামী গান-শ্লোগান শুনে হতাশ হলেও রাজনৈতিক পরিস্থিতির কারণে প্রতিবাদ করার সাহস পায়নি বলে জানা যায়।
