ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যকে হত্যা

ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যা করা হয়েছে। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য থাকতেন ২২২ নম্বর কক্ষে।

ঢাকা বিশ্ববিদ্যালয়
ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহরিয়ার সাম্য।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এ ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।

ঘটনা সম্পর্কে পুলিশের বরাত দিয়ে প্রথম আলো লিখেছেঃ

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহরিয়ার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

শাহরিয়ার সাম্য
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে সাম্যের মরদেহের পাশে বাবা মা।

সাম্যের বন্ধুর বয়ানে সময় নিউজ লিখেছেঃ

সহপাঠী বায়েজীদ আব্দুল্লাহ জানান, ঘটনা রাত সাড়ে ১১টার। সাম্যের সঙ্গে তিনি এবং তাদের আরেক বন্ধু রাফি ছিলেন। সোহরাওয়ার্দী উদ্যান সংশ্লিষ্ট রমনা কালীমন্দিরের গেট দিয়ে একটি মোটরসাইকেল করে বের হচ্ছিলেন তারা। এ সময় তাদের মোটরসাইকেলের সঙ্গে অন্য একটি মোটরসাইকেলের ধাক্কা লাগে।
অন্য মোটরসাইকেলে থাকা আরোহী উত্তেজিত হয়ে ওঠেন। তার সঙ্গে থাকা ১০-১২ জন চারটি মোটরসাইকেলে ঘটনাস্থলে আসেন। এ সময় তাদের সঙ্গে সাম্য এবং তার বন্ধুদের কথা কাটাকাটি হয়। যা মারামারিতেও রূপ নেয়। এক পর্যায়ে সাম্যকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দলটি।

সম্পর্কিত সংবাদঃ

সাম্য হত্যা: ঢাবি ভিসির পদত্যাগ দাবি ছাত্রদলের

সাম্য হত্যা: এবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রদলের কর্মসূচি

ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যা: রাজু ভাস্কর্যের সামেন ছাত্রদলের বিক্ষোভ আজ

ঢাবি শিক্ষার্থী সাম্যর সঙ্গে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে

শাহরিয়ার হত্যাকাণ্ডের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শী বন্ধু

ছাত্রদল নেতা শাহরিয়ার হত্যার আগে কী ঘটেছিল সোহরাওয়ার্দী উদ্যানে?