ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছুরিকাঘাতে ছাত্রদল নেতা শাহরিয়ার সাম্যকে (২৫) হত্যা করা হয়েছে। তিনি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ছাত্রদলের এ এফ রহমান হল শাখার সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সাম্য থাকতেন ২২২ নম্বর কক্ষে।

মঙ্গলবার (১৩ মে) রাত সাড়ে ১১ টা থেকে ১২ টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এ ছাত্রদল নেতার বাড়ি সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায়।
ঘটনা সম্পর্কে পুলিশের বরাত দিয়ে প্রথম আলো লিখেছেঃ
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, শাহরিয়ার রাত ১২টার দিকে সোহরাওয়ার্দী উদ্যানের মুক্ত মঞ্চের পাশের মূল সড়কে মোটরসাইকেলে করে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতপরিচয় ব্যক্তির মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তি শাহরিয়ারকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।

সাম্যের বন্ধুর বয়ানে সময় নিউজ লিখেছেঃ
সম্পর্কিত সংবাদঃ