ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কথিত সহ-সভাপতি অজয় সরকার জানিয়েছেন— তিনি ছাত্রলীগের কোনো কমিটিতে কখনো ছিলেন না। যদিও ছাত্রলীগ করলে তাকে হয়রানি করার কোনো সুযোগ আছে বলে ফলোআপ নিউজ সম্পাদনা পরিষদ মনে করে না যদি না তার কোনো ধরনের অপকর্ম থেকে থাকে। রাজনৈতিক পরিচয় কারো থাকতেই পারে। ফলোআপ নিউজ সম্পাদনা পরিষদ মনে করে— যে কখনো প্রকাশ করেনি তারও নিঃসন্দেহে একটি রাজনৈতিক পরিচয় রয়েছে।
বর্তমানে তিনি (অজয় সরকার) জয়কলি প্রকাশনীর মালিক, যেটি বিগত বিশ বছর যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে। ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে পরিচয় দেওয়ার কথিত নজির থাকলেও তিনি এই দাবী অস্বীকার করেছেন। তবে মাদারীপুরের এই পুস্তক ব্যবসায়ীর বিরুদ্ধে রাজনৈতিক পরিচয় এবং ক্ষমতাকে বিগত দিনে ব্যাপকভাবে অপব্যবহারের অভিযোগ রয়েছে। তিনি ভর্তি পরীক্ষার বই বিভিন্ন কলেজের শিক্ষকদের বিভিন্নভাবে ইনফ্লুয়েন্স করে শিক্ষার্থীদের আগাম কিনতে বাধ্য করতেন বলেও অভিযোগ রয়েছে।
সম্পর্কিত প্রতিবেদনঃ
১. জয়কলি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে
২. ভুলে ভরা জয়কলির ভর্তি প্রস্তুতির গাইড বই
যদিও ফলোআপ নিউজ-এর অনুসন্ধান বলছে জয়কলি প্রকাশনীর বই তুলনামূলকভাবে নির্ভুল এবং তথ্যবহুল।
…
প্রতিবেদনটি তৈরির কাজ অব্যাহত রয়েছে।