জয়কলি প্রকাশনীর অজয় সরকার স্পষ্ট জানিয়েছেন তিনি ছাত্রলীগের কোনো কমিটিতে ছিলেন না

ঢাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী এবং ছাত্রলীগের কথিত সহ-সভাপতি অজয় সরকার জানিয়েছেন— তিনি ছাত্রলীগের কোনো কমিটিতে কখনো ছিলেন না। যদিও ছাত্রলীগ করলে তাকে হয়রানি করার কোনো সুযোগ আছে বলে ফলোআপ নিউজ সম্পাদনা পরিষদ মনে করে না যদি না তার কোনো ধরনের অপকর্ম থেকে থাকে। রাজনৈতিক পরিচয় কারো থাকতেই পারে। ফলোআপ নিউজ সম্পাদনা পরিষদ মনে করে— যে কখনো প্রকাশ করেনি তারও নিঃসন্দেহে একটি রাজনৈতিক পরিচয় রয়েছে।

বর্তমানে তিনি (অজয় সরকার) জয়কলি প্রকাশনীর মালিক, যেটি বিগত বিশ বছর যাবত সুনামের সাথে ব্যবসা করে আসছে।

জয়কলির কিছু সামাজিক উদ্যোগঃ

১. বিভা-জিতেন্দ্র হাসপাতাল;

৬ কোটি ২৫ লক্ষ টাকা কোথায় দেওয়া হয়েছে এটা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হয়েছে। আদৌ কি টাকা হাসপাতালের নামে দেওয়া হয়েছে? তাহলে হাসপাতালের  নামে কোন একাউন্টে গচ্ছিতো আছে? এসব প্রশ্নের উত্তর জানতে চায় এলাকাবাসী।

জয়কলি প্রকাশনীর স্বত্বাধিকারী অজয় সরকার জানিয়েছেন— জমিসংক্রান্ত জটিলতায় হাসপাতালটির নির্মাণ কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে। অচিরেই কাজ শুরু হবে। টাকা এখনো কোথাও হস্তান্তর হয়নি বলে তিনি জানিয়েছেন। এমনকি ফাউন্ডেশনটিরও আসলে কোনো অস্তিত্ব নেই।

অনেকের দাবী মতে আপনার হাসপাতাল নির্মাণ কর ফাঁকি দেওয়ার উদ্যোগ কিনা এমন প্রশ্নের জবাবে জনাব অজয় সরকার বলেন, কর বাংলাদেশে সবাই ফাঁকি দেয়। আমিও দিই না তা বলবো না। তবে হাসপাতালটি তিনি জনকল্যাণের জন্যই করতে চাচ্ছেন বলে দাবী করেছেন।

সম্পর্কিত প্রতিবেদনঃ

১. জয়কলি প্রকাশনী ও বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের আয়োজনে

২. ভুলে ভরা জয়কলির ভর্তি প্রস্তুতির গাইড বই

যদিও ফলোআপ নিউজ-এর অনুসন্ধান বলছে— জয়কলি প্রকাশনীর বই তুলনামূলকভাবে নির্ভুল এবং তথ্যবহুল।

প্রতিবেদনটি তৈরির কাজ অব্যাহত রয়েছে।