জায়গার দাবীদার না হয়েও মন্দিরের নামে মামলা ঠুকে দিয়েছেন অশ্বিনী কুমার

খুলনা

খুলনার রায়ের মহলে অবস্থিত রায়ের মহল সার্বজনীন মন্দিরের জায়গা নিয়ে বিপত্তি বাঁধিয়েছে অশ্বিনী সরকার নামে একজন। তিনি সরকারি জায়গা নিজের দাবী করে মামলা ঠুকে দিয়েছেন বলে জানাচ্ছেন মন্দির কমিটির বর্তমান সভাপতি।

সভাপতি দেবরঞ্জন সরদার বলেন, মন্দিরের বেশিরভাগ জায়গা সরকার হতে প্রাপ্ত। ৫.৫ শতাংশ জায়গা হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্টের। মূলত সরকার হতে প্রাপ্ত জায়গাই নিজের দাবী করে বসেছেন অশ্বিনী কুমার।

তবে ডিসি অফিসের অবসরপ্রাপ্ত কর্মচারি অশ্বিনী সরকার বলছেন, তিনি মন্দিরের নামে কোনো মামলা করেননি। জায়গা তার রেকর্ডিয় সম্পত্তি। ফলে তার মামলা করার প্রয়োজন নেই বলে জানান।

দেবরঞ্জন সরদার আরো বলেন, আমরা মন্দিরে ঠাকুর পুজার পাশাপাশি মানুষের জন্যও কাজ করি। এখানে স্কুল শিক্ষক পীযুষ কুমার দে সঙ্গীত শিক্ষা দেন। রয়েছে মব্দিরভিত্তিক গণশিক্ষা কার্যক্রম। এখানে একটি ইয়োগা সেন্টার করার বিষয়েও আলোচনা চলছে।

খুলনা
রায়েল মহল সার্বজনীন পুজা মন্দির।

মামলা দিয়ে কিছু করতে না পারলেও উনি (অশ্বিনী সরকার) একটা ডিস্টার্বে পরিণত হয়েছেন। এছাড়া এলাকার একজন পলাতক নেতার প্রভাবও রয়েছে।

মন্দিরে সেবায়েত না থাকা প্রসঙ্গে সভাপতি বলেন, মন্দিরে স্থায়ী কোনো ইনকাম না থাকায় সেবায়েত রাখা সম্ভব হচ্ছে না। তবে দ্রুতই আমরা সেবায়েত রাখার ব্যবস্থা করবো।