ঠাকুরগাঁও থেকে শুরু হয়েছে করোনা প্রতিরোধে নির্মূল কমিটির প্রচারাভিযান

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারা দেশে জনসচেতনতা সৃষ্টির জন্য একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি প্রচারাভিযান শুরু করেছে।

শুক্রবার (২০ মার্চ) বিকেল তিনটায় ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সাধারণ সম্পাদক কাজী মুকুল ও রংপুর বিভাগের চিকিৎসা সহায়ক কমিটির আহবায়ক ডাঃ মফিজুল ইসলাম মানু।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পাশাপাশি প্রথম পর্যায়ে সারা দেশে ১০ লাখ ইশতেহার বিলি করবে।

প্রচারাভিযান কর্মসূচির উদ্বোধন শেষে ‘করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করুণ’ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি

সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলার জেলা প্রশাসক কে এম কামরুজ্জামান, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সেলিনা জাহান লিটা, নির্মূল কমিটি ঠাকুরগাঁও জেলার সদস্য সুচরিতা দেবী, নির্মুল কমিটির কেন্দ্রীয় সদস্য ও রংপুর জেলার সভাপতি ড. মফিজুল ইসলাম মান্টু ,নির্মুল কমিটির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও নীলফামারী জেলার সভাপতি আবদুল গাফফার, ঠাকুরগাঁও জেলার এ.ডি.সি (রেভিনিউ) মোঃ আমিনুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা আওয়ামিলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এডভোকেট আসম গোলাম ফারুক, এন.ডি.সি মোঃ আব্দুল কাইয়ুম খান, ক্রীড়া অফিসার ঠাকুরগাঁও জেলা আবু মহিউদ্দিন, নির্মুল কমিটির ঠাকুরগাঁও জেলার সদস্য মোঃ নুরুজ্জামান, ঠাকুরগাঁও জেলা উদীচী সভাপতি সেতারা বেগম, ঠাকুরগাঁও জেলা উদীচী সহ-সভাপতি সৈয়দ মিজানুর রহমান, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য সাবিনা ইয়াসমিন, ঠাকুরগাঁও জেলা নির্বাহি ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি, ঠাকুরগাঁও জেলা ভোক্তা অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ শেখ সাদী, ঠাকুরগাঁও জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কাউন্সিল সাধারণ সম্পাদক মোঃ ফারুক খান, ঠাকুরগাঁও জেলা উদীচী উপদেষ্টা মোখলেছুর রহমান শাহ হেলাল, ঠাকুরগাঁও জেলা পরিষদ সদস্য মোঃ রওশন হক, ঠাকুরগাঁও জেলা প্রেস ক্লাব সভাপতি মনসুর আলী, নির্মুল কমিটি ঠাকুরগাঁও জেলার আহ্বায়ক মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানসহ প্রমুখ ।