দক্ষিণাঞ্চলে চানাচুরের একটি বিখ্যাত ব্রান্ড তপন চানাচুর। এই বিখ্যাত চানাচুরের ভেতরের খবরে ফলোআপ নিউজ-এর এ প্রতিবেদকের চোখ চড়কগাছ!

কারখানার পরিবেশ ভয়াবহ। পোড়া তেলে নিম্নমানের উপাদানে তৈরী হচ্ছে তপন চানাচুর। পরিবেশ, উপকরণ এবং প্রস্তুত প্রণালী দেখলে এ চানাচুর কেউ খাবে বলে মনে হয় না —বলছিলেন নিরাপদ খাদ্যের একজন কর্মকর্তা।
বিএসটিআই লাইসেন্স সম্পর্কে জানতে চাইলে খুলনার সংশ্লিষ্ট কর্মকর্তা জানান— এই মুহূর্তে তাদের লাইসেন্স স্থগিত আছে।
এমনকি তাদের কারখানার রেজিষ্ট্রেশনেরও মেয়াদ নেই। কিন্তু এসব কোনো কিছুতেই ব্যবসা করতে কোনো সমস্যা হচ্ছে না।
ভ্যাট অফিসের তথ্য বলছে— সঠিকভাবে হিসেব করে ভ্যাট আরোপ করা হলে কোটি টাকার উপরে ভ্যাট ফাঁকি রয়েছে তপন চানাচুরের।
অনুসন্ধানে আরো উঠে এসেছে— অন্যের ফ্যাক্টরি থেকে চুক্তিতে নিজ নামে এ চানাচুর বানিয়ে মালিকপক্ষ এখন শুধু ব্রান্ড সুবিধা ভোগ করছেন।
এ বিষয়ে তপন চানাচুরের মালিক পক্ষের সাথে কথা বলার জন্য যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।