দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় রহিম শাহ বাবা ভান্ডারী মাজারে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যার পর উপজেলার রানীগঞ্জ এলাকার বিরাহিমপুর গুচ্ছগ্রামের ‘তৌহিদি জনতা’র ব্যানারে এই হামলার ঘটনা ঘটে।
রাত ৮টা পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিস এলাকায় প্রবেশ করতে পারেনি বলে জানিয়েছেন ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান।
মাজারটির খাদেম শহিদুল ইসলাম জিন্না জানিয়েছেন, শুক্রবার মাজারে ওরশের আয়োজন করা হয়েছিলো। গত ২১ বছর ধরে তারা সেখানে নিয়মিত ওরশ করে আসছেন। তবে এবার ওরশ করা যাবে কিনা সে বিষয়ে মাজার কমিটির মাঝে সংশয় ছিলো।
এর মধ্যে শুক্রবার মাজার পক্ষের লোকজন ওরশ আয়োজন করলে সন্ধ্যায় ‘তৌহিদি জনতার’ ব্যানারে একদল মানুষ সেখানে হামলা চালায়। তারা ওরশের জন্য তৈরি করা প্যান্ডলসহ মাজারের বিভিন্ন স্থাপনায় ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।
এছাড়া মাজারে হামলার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি নাজমুল হাসান বলেন, উত্তেজিত জনতার তাণ্ডবে রাত পৌনে ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে যেতে পারেনি। সেনাবাহিনীর সহায়তায় পুলিশ ঘটনাস্থলে যাওয়ার জন্য রওয়ানা হয়েছে।