দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে খুলনা জেলা রেজিস্টারের অফিস

follow-upnews
0 0

দুর্নীতির আখড়ায় পরিনতো হয়েছে খুলনা জেলা রেজিষ্টারের কার্যালয় ও সদর সাব রেজিষ্টারের কার্যালয়। উক্ত কার্যালয়দ্বয়ে অনুসন্ধানে চালিয়ে জানা যায়– বিবিধ রকমের দুর্নীতি এই দুটি অফিসে হয়ে থাকে। দালালদের দৌরাত্ব্য, ভূমির কাগজের মূল কপি না দেখে রেজিষ্টি সম্পন্ন করা, এজলাসের পরিবর্তে নিজের চেম্বারে বসে ভূমি রেজিষ্টি সম্পন্ন করা সহ হরেক রকম অপকর্ম হচ্ছে খুলনা সদর সাব রেজিষ্টারের কার্যালয়ে। এসব অবৈধ কাজের প্রধান মদদদাতা স্বয়ং জেলা রেজিস্টার। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ভুক্তভোগী জানায়— ভূমি রেজিষ্টি আইনে আছে সিএস, আরএস, বিএস খতিয়ান, দলিলের কপি, খাজনার কপি, অনলাইন নাম জারির কপি ( খারিজ কপি) ও অন্যান্য কাগজপত্র দেখে ভূমি রেজিস্ট্রি করার নিয়ম। ফলোআপ নিউজ অনুসন্ধান করে জেনেছে— ঘুষ দিলে বৈধ অবৈধ কাগজপত্র এ অফিসে কোনো বিষয় না। তদন্তে বেরিয়ে আসে– সাব রেজিস্টার মোঃ হাফিজুর রহমান দূর্নীতির টাকায় ঢাকা’র গুলশান লেকের পাশে নির্মাণ করেছে বিশাল এক বিল্ডিং। বিদেশে অবৈধ অর্থ পাচারের সাথেও জড়িত রয়েছে মোঃ হাফিজুর রহমান।

Next Post

শহীদস্মৃতি মানসিক হাসপাতাল এবং রেণু অটিজম সেন্টারে অনুদান দিলেন যারা

১. বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু চেয়ারম্যান, জেলা পরিষদ বাগেরহাট ২. ডাঃ শেখ বাহারুল আলম সভাপতি, বিএমএ-খুলনা ৩. অ্যাডভোকেট সাইফুল ইসলাম সভাপতি, সদর থানা আওয়ামী লীগ ৪. সাদেকুর রহমান শেভরন বাংলাদেশে কর্মরত ৫. শেখর বালা সমাজকর্মী ও ব্লগার ৬. ওসমান গনি ব্যাংকার, জনতা ব্যাংক পিএলসি ৭. বাবলু গোস্বামী সমাজকর্মী, এবং […]
শহীদস্মৃতি হাসপাতাল

এগুলো পড়তে পারেন