দুর্নীতির আখড়া খুলনা বিএসটিআই

খুলনা

বিএসটিআই খুলনা অফিস, যেটি ইতোমধ্যে হোয়াইট হাউজ হিসেবে পরিচিতি পেয়েছে, দুর্নীতির অভিযোগ এ অফিসের প্রতিটি কর্মকর্তা এবং কর্মচারীর বিরুদ্ধে।

খুলনা
বিএসটিআই খুলনা, ওয়েবসাইট থেকে প্রাপ্ত ছবি।

ফলোআপ নিউজ-এর অনুসন্ধানে উঠেছে— নিয়মিত পর্যবেক্ষণ, লাইসেন্স নবায়ন এবং নতুন লাইসেন্স প্রদানের ক্ষেত্রে তারা ঘুষ বাণিজ্য করছে।

৫ আগস্ট (২০২৪) দেশের পট পরিবর্তনের পর ঘুষ বাণিজ্য কিছুটা শিথিলভাবে চললেও চলছে।

সবকিছু ঠিক থাকার পরও ক, খ, গ ক্যাটাগরি বা শ্রেণি পরিবর্তন করে ঘুষ বাণিজ্য করা হয়। যাতায়াত খরচের কথা বলে ঘুষ বাণিজ্য করা হয়, ফাইন এবং লাইসেন্স বাতিলের ভয়ভীতি প্রদর্শন করাতো নিয়মিত বিষয়।

কিন্তু পণ্যের গুণগত মান রক্ষায় তারা খুব কমই ভূমিকা রাখতে পারছেন। সে বিষয়ে তাদের মনে হয় কোনো আগ্রহই নেই। — বলছিলেন খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক সানজিদা খান শ্রাবণী।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন-এর সাথে কথা বলা হলে সংশ্লিষ্ট কর্মকর্তা বলেন, সুস্পষ্ট অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নেবো।


বিস্তারিত আসছে।