ধরা খেয়েছেন জোতদার রাগীব আলী

জোর-জুলুম লুট-পাটের মাধ্যমে শীর্ষ ধনী হওয়া যায়, দানবীর হওয়া যায় সে নজির এদেশে কম নেই, রাগীব আলী তাদের মধ্যে অন্যতম।

দেবোত্তর সম্পত্তি দখল, নিজের জন্মগ্রামের নাম বদলে নিজের নামে করে ফেলাসহ নানা কারণে সমালোচিত হয়েছেন রাগীব আলী। সর্বশেষ দখল করা দেবোত্তর সম্পত্তি তারাপুর

চা বাগান ফিরিয়ে দিতে আদালতের রায় ঘোষণার ফলে ফের আলোচনায় উঠে আসেন এই রাগীব আলী।

সিলেট অঞ্চলে রাগীব আলীকে শুধু রাগীব আলী নামে কেউ চেনে না, চেনে দানবীর রাগীব আলী নামে। এর বাইরেও নানান বিশেষণ রয়েছে তার নামের সাথে। তার নিজ মালিকানাধীন পুত্রের সম্পাদিত পত্রিকায় এসব বিশেষণের ছড়াছড়ি থাকে। এমনকি তাকে প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক ছিল বলেও পরিচয় করে দেওয়া হয়, যদিও তিনি রাজাকার ছিলেন বলে অভিযোগ রয়েছে।

নামের আগে কখনো ‘ড.’ কখনো ‘সৈয়দ’ এরকম নানান পদবী তাদের ‘দৈনিক সিলেটের ডাক’ পত্রিকায় দেখা যায়। যদিও সত্য যারা জানে তাদের কাছে তার মূল পরিচয় দখলকারী এবং লুণ্ঠনকারী হিসেবে।