পটুয়াখালীর বাউফলে দোকান লুটের পরে ব্যবসায়ী শিবু বণিককে অপহরণ

শিবু বণিক

পটুয়াখালীর বাউফলে ব্যবসাপ্রতিষ্ঠানে ‘ডাকাতির’ পর প্রতিষ্ঠানের মালিক শিবানন্দ বণিকে (শিবু বণিক) (৬৬) ডাকাতদল অপহরণ করেছে বলে জানা গিয়েছে। প্রতিবাদে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যবসায়ীরা।

পটুয়াখালী
ব্যবসায়ীরা দ্রুততম সময়ে শিবু বণিক উদ্ধারের দাবী জানিয়েছে, এবং ধর্মঘট চালিয়ে যাবার ঘোষণা দিয়েছে।

শনিবার (৪ জানুয়ারি) সকাল থেকে ধর্মঘট কর্মসূচি পালন শুরু করেন তারা। এর ফলে, বন্ধ রয়েছে বাউফলের কালাইয়া বন্দরের পাঁচ শতাধিক দোকানপাট। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ।

এর আগে, গতকাল রাত সাড়ে ১০টার দিকে কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় ‘কানু প্রিয় ভান্ডার’ নামের প্রতিষ্ঠানের দুই কর্মচারীকে বেঁধে রেখে দোকানের সাত লাখ টাকা লুট করে প্রতিষ্ঠানের মালিক শিবু বণিককে ডাকাতদল অপহরণ করে নিয়ে যায় বলে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন।

কালাইয়া বন্দর মার্চেন্ট পট্টি মুদি ব্যবসায়ী সমিতির সভাপতি রুহুল আমিন বলেন, ‘‘প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি, দ্রুত সময়ের মধ্যে ব্যবসায়ী শিবু বণিককে খুঁজে বের করেন। তার সন্ধান না পাওয়া পর্যন্ত ধর্মঘট চলবে।’’

শিবু বণিক
বাউফলের পাইকাড়ি ব্যবসায়ী শিবু বণিক।

পটুয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আহমদ মাঈনুল বলেন, ‘‘অপহৃত ব্যবসায়ীকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে পুলিশ। ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দিয়েছেন। দোকানপাট খোলার বিষয়ে তাদের সঙ্গে আলোচনা চলছে।’’

ফলোআপ-১। সময়ঃ রাত ১০টা (৪ জানুয়ারি ২০২৪)

আনোয়ার জাহিদ
আনোয়ার জাহিদ, পুলিশ সুপার, পটুয়াখালী জেলা।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ আনোয়ার জাহিদ জানিয়েছেন— তিনি অপহৃত ব্যক্তির পরিবারের সাথে দেখা করেছেন। পুলিশ গুরুত্বসহকারে বিষয়টি দেখছেন। বিষয়টিকে তিনি ডাকাতির ঘটনা হিসেবেই প্রাথমিকভাবে বর্ণনা করেছেন। তবে উদ্ধার তৎপরতার ক্ষেত্রে কোনো অগ্রগতির খবর এখনো তিনি দিতে পারেননি।

শিবানন্দ বণিক
অপহৃতের স্ত্রী।

তবে অপহৃতের স্ত্রী বলছেন— শুধু ডাকাতির ঘটনা হলে টাকা পয়শা নিয়ে চলে যাবে, মানুষটাকে নিয়ে যাবে কেন? তার স্বামীর সাথে কারো কোনো শত্রুতা নেই বলে তিনি দাবী করেছেন।

ফলোআপ-২। সময়ঃ সকাল ১০টা ৪০ মিনিট (৬ জানুয়ারি ২০২৪)

ব্যবসায়ী শিবানন্দ বণিককে অক্ষত অবস্থায় উদ্ধার 

অপহরণের দুইদিন পরে ব্যবসায়ী শিবানন্দ রায় বনিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বাউফলের কচুয়ার একটি মসজিদের পাশ থেকে অপহৃত ব্যবসায়ী শিবু বণিককে উদ্ধার করেছে পুলিশ। পটুয়াখালীর পুলিশ সুপার আনোয়ার জাহিদের কঠোর তদারকিতে বাউফল থানার অফিসার ইন চার্জ (তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ অপহৃতকে উদ্ধার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায় বলে বলেছে পুলিশ।

পটুয়াখালী জেলা পুলিশ সুপার জনাব আনোয়ার জাহিদের পাঠানো ছবিতে উদ্ধারের পর অপহৃত ব্যবসায়ী শিবু বণিক (মাঝে)।

 

 

 

ফলোআপ-৩ঃ বিকাল ৫ টা (৬ জানুয়ারি ২০২৫)

পুলিশ সুপার জানিয়েছেন— ইতোমধ্যে ৫ জন গ্রেফতার হয়েছে, এবং অভিযান অব্যাহত রয়েছে।

সংবাদসূত্রঃ প্রথম আলো এবং রাইজিং বিডি। পরিবর্ধন এবং অনুসন্ধানঃ ফলোআপ নিউজ (চলমান)