Headlines

পুনর্বার কচুয়া উপজেলার ভাইস চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় নাজমা সারোয়ার কে অভিনন্দন

নাজমা সারোয়ার

৩১ মার্চ ২০১৯, বাগেরহাট জেলার কচুয়া উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিকের বিপরীতে আর কোনো প্রার্থী না থাকায় নির্বাচন হয়েছে শুধু ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদ দুটি ঘিরে।

তবে তাতেই ছিল নির্বাচন জমজমাট। শেষ অবদি মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে জয়ী হয়েছেন নাজমা সারোয়ারই।

মিসেস নাজমার বিপরীতে প্রার্থী ছিলেন আরও দুজন। তিনি হনুফা বেগমকে ৮০৯ ভোটের ব্যবধানে পরাজিত করে বিজয়ী হন। নাজমা সরোয়ার (হাঁস প্রতীক) পেয়েছেন ১৮,০৮৫ ভোট, হনুফা বেগম (কলস) পেয়েছেন ১৭,২৭৬ ভোট। হনুফা বেগম চেয়ারম্যান সমর্থিত প্রার্থী ছিলেন বলে এলাকাবাসীর মধ্যে আলোচনা রয়েছে। 

পুরুষ ভাইস চেয়ারম্যান পদে শেখ সুমনকে ৮৭০ ভোটের ব্যবধানে পরাজিত করে শিকদার ফিরোজ আহমেদ উড়োজাহাজ প্রতীক নিয়ে বিজয়ী হন।

শিকদার ফিরোজ আহমেদ (উড়োজাহাজ প্রতীক) পেয়েছেন ১৩,৩৫৮ ভোট, শেখ সুমন (টিয়া প্রতীক) পেয়েছেন ১২,৪৮৮ ভোট।

চেয়ারম্যান পদে এসএম মাহফুজুর রহমান (আ.লীগ) একক প্রার্থী হিসাবে নির্বাচিত হন।

উপজেলার ২৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ হয়। কচুয়া উপজেলার মোট ভোটার সংখ্যা ৭৬,৯২৫ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৩৮,৩৯০জন ও মহিলা ভোটার ৩৮৫৩৫ জন।