Headlines

পূজার সম​য় মসজিদের মাইক বন্ধ রাখার দাবি মাহমুদুল হক মুনশির! ক্ষোভ প্রকাশ করেছে বৃহত্তর মুসলিম সমাজ

পূজোর সময় মসজিদের মাইক বন্ধ রাখার আহ্বান জনিয়ে বাঁধন মুনশি লিখেছেন,

“আজানের সময় পূজা বন্ধ রাখতে হলে পূজার সময় মসজিদের মাইকও বন্ধ রাখতে হবে।

মোসলমানের সময় ষোলকলা আর হিন্দুর বেলায় কাঁচকলা?

শান্তির ধর্ম না গায়ের জোরের ধর্ম?”

badhon

মুনশির এ বক্তব্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। তবে বৃহত্তর মুসলিম সমাজ এতে ক্ষোভ প্রকাশ করেছে।