বরিশালের কোতয়ালী মডেল থানায় মেয়ের (প্রজ্ঞা লাবণী) বাবা পঙ্কজ মল্লিকের দায়ের করা অভিযোগ অনুযায়ী উজিরপুরের (পিতাঃ মোঃ আলাউদ্দিন টুুকু, গ্রামঃ রাজপুর, পোঃ শাতলা, ইউপিঃ শাতলা, থানাঃ উজিরপুর, বরিশাল) জনৈক রিয়াজ মাহমুদ মেয়েটিকে অপহরণ করে। ২১ আগস্ট (২০২৪) প্রজ্ঞা লাবণী (১৩) অপহৃত হলেও এখনো পুলিশ কোনো হদিশ দিতে পারেনি। বাদীর ভাষ্য অনুযায়ী আসামী রিয়াজ মাহমুদ স্কুলে যাওয়া আসার পথে মেয়েটিকে উত্যক্ত করতো। বর্তমানে অস্থির সময়ের সুযোগ নিয়ে আরো সঙ্গী সাথী নিয়ে রিয়াজ মাহমুদ প্রজ্ঞা লাবণীকে অপহরণ করেছে বলে জানা যায়। প্রজ্ঞা লাবণী শেরে বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক মোঃ হারুন অর রশিদের সাথে কথা বলা হলে তিনি কিছুই জানাতে পারেননি। “আপনার স্কুলের একটি মেয়ে অপহৃত হলে অথচ প্রধান শিক্ষক হিসেবে আপনি কিছুই জানলেন না” —এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি এখন ছুটিতে আছি। বর্তমানে যিনি দায়িত্বে আছে তার সাথে কথা বলেন। দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আশরাফুন্নেসা বলেন, বিষয়টা মেয়েটির বাবা আমাকে জানিয়েছে এবং জিডির একটি কপি দিয়েছে। “আপনার স্কুলের একটি মেয়ে অপহৃত হয়েছে জেনেও আপনারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না কেন” মর্মে প্রশ্নে করা হলে তিনি বলেন, ঐদিন মেয়েটি স্কুলে উপস্থিত হয়নি। আমরা কী ব্যবস্থা নিবো ঠিক আমরা বুঝে উঠতে পারছি না।
বরিশাল কোতয়ালী মডেল থানায় মেয়ের বাবা পঙ্কজ মল্লিকের করা জিডি। দুইদিন পরে একই থানায় তিনি একটি অপহরণ মামলা দায়ের করেন বলে জানান।