বহিস্কার করা হলো আরো চার হিন্দু আধিকারিককে

স্বাস্থ্যমন্ত্রী

শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশে শুরু হয়েছে নজিরবিহীন সংস্কার। আওয়ামী খেদাও অভিযান তো চলছেই, সরবে না হলেও নীরবে চলছে হিন্দু খেদাও অভিযানও। গত বুধবার (৫ সেপ্টেম্বর) চার জন উচ্চপদস্থ হিন্দু আধিকারিককে বহিস্কার করা হয়েছে। তারা হলেন নির্বাচন কমিশনের সচিব অশোখ কুমার দেবনাথ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক উত্তম কুমার দাস, জাতীয় নদী রক্ষা কমিশনের সদস্য সত্যেন্দ্র কুমার সরকার, এবং বাংলাদেশ প্রেস কাউন্সিলের সচিব শ্যামল চন্দ্র কর্মকার। শিক্ষা প্রতিষ্ঠান, পুলিশ, জন প্রশাসন এবং দূতাবাসের বিভিন্ন পদ থেকে গত এক মাসে শতাধিক উচ্চ পদস্থ হিন্দু আধিকারিককে বহিস্কার করা হয়েছে। বহিস্কার করা হয়েছে কোলকাতায় বাংলাদেশ উপদূতাবাসের রঞ্জন সেন, কানাডায় বাংলাদেশ হাইকমিশনে সহকারি কাউন্সেলর পদে দায়িত্বে থাকা অপর্ণা রাণী পালকে। বহিস্কার করা হয়েছে, এবং খুনের মামলায় জড়ানো হয়েছে ডাঃ সামান্ত লাল সেনের মতো সর্বজন শ্রদ্ধেয় চিকিৎসককেও। গোপন সূত্রে জানা গিয়েছে বহিস্কারের এই তালিকাটি অনেক লম্বা। পাশাপাশি অনেককে শাস্তির আওতায় আনা হতে পারে।