বাগেরহাট জেলার কচুয়া উপজেলার সকল ইউনিয়নে সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি (আহ্বায়ক কমিটি) গঠন করা হয়েছে …

follow-upnews
0 0

কচুয়া উপজেলায় মোট সাতটি ইউনিয়ন রয়েছে:
কচুয়া, গজালিয়া, গোপালপুর, ধোপাখালী, বাধাল, মঘিয়া, রাড়িপাড়া। কচুয়া উপজেলাতে গ্রাম রয়েছে সর্বমোট ১০১টি।

যে উপজেলায় যাকে আহ্বায়ক করা হয়েছে:

বাধাল: শেখ রাকিবুল ইসলাম (আহ্বায়ক), কিশোর দাস (সদস্য সচিব)

গোপালপুর: মো: মেহেদী হাসান (আহ্বায়ক)

রাড়িপাড়া: সরদার আখতারুজ্জামান (আহ্বায়ক)

কচুয়া: অনুপ শিকদার (আহ্বায়ক)

ধোপাখালি: মো: সাইফুল (আহ্বায়ক)

মগিয়া: নয়ন শেখ (আহ্বায়ক)

ইউনিয়ন কমিটি সম্মেলনের মাধ্যমে দ্রুত কচুয়া উপজেলার আহ্বায়ক কমিটি গঠন করবে। 

সাম্প্রদায়িক সন্ত্রাস প্রতিরোধ কমিটি, বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক অ্যাড. সরদার আব্দুল জলিলের সভাপতিত্বে এবং সদস্য সচিব দিব্যেন্দু দ্বীপ -এর সঞ্চালনায় অদ্য ০১/০৫/২০১৯ তারিখে সংগঠিত সভা থেকে এ কমিটি ঘোষণা করা হয়।  

কমিটির যে কোনো ধরনের ভালো কাজ সমাজের জন্য করতে পারবে। খেলাধুলা আয়োজন করতে পারবে, তবে লিখিত কোনো প্রচার প্রচারণায় যেতে হলে অবশ্যই কেন্দ্রকে অবহিত করবে। সংগঠনটি এবং তার প্রতিটি কমিটি একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে বিবেচিত হবে। স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে সংগঠনটি পরিচালিত হয়, তাই কোনো ধরনের আর্থিক সহযোগিতা দিতে কোনো কমিটির প্রতি কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ নয়। 

যে কোনো সময় কেন্দ্র সুনির্দিষ্ট কারণ সাপেক্ষে যে কোনো কমিটি বিলুপ্ত ঘোষণা করতে পারবে। 

Next Post

আমার ভালোবাসার সাতকাহন // দাদাভাই

মহামায়ার এক কাহন আজ আমি তোমায় কিছু বলি পারলে মন দিয়ে অনুধাবন করো, বাকিটা তোমার ইচ্ছা। তুমি কি জানো সামান্য প্রদীপের আগুনে চোখের পলক পরিমান সময় হাত রাখা কতোটা কষ্টের? জানতেও পারো! ১৯ টা বছর মানে পুরো ১ টা যুগ ৭ টা বছর ২২৮ টা মাস ৬৮৪০ টা দিন ১৬৪১৬০ […]
দাদাভাই