Headlines

বাগেরহাট সদর হাসপাতাল ইসিজি করলো উল্টো, ডাক্তারও ধরতে পারলেন না তা!

বাগেরহাট

বাগেরহাট সদর হাসপাতাল


গত ৩০ অক্টোবর রাত আনুমানিক তিনটায় রাজিব (ছদ্মনাম, বয়স ৩৮) বুকে ব্যথা এবং অস্বাভাবিক উচ্চ রক্তচাপ নিয়ে বাগেহাট সদর হাসপাতালের জরুরি বিভাগে যান। সেখানে কোনো ডাক্তার তখন কর্তব্যরত ছিলেন না। অনেক ডাকাডাকির পর ডাক্তারের একজন অ্যাসিসট্যান্ট এসে কিংকর্তব্যবিমুঢ় হয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর আরো ডাকাডাকি করলে ডাক্তার আসেন। জুনিয়র ডাক্তার এসে অক্সিজেন স্যাচুরেশন এবং ব্লাড প্রেসার মাপতে বলেন। অক্সিজেন স্যাচুরেশন পাওয়া যায় ১০০, প্রেসার পাওয়া যায় ১১০/১৮০। এ অবস্থায় স্বাভাবিকভাবেই রুগী খুব আতঙ্কিত বোধ করেন। হাইপোথারমিয়ায় আক্রান্ত হওয়ার মতো রুগীর তখন কাঁপুনি হচ্ছিল। এ অবস্থায় ডাক্তার রুগীর একটি ইসিজি করতে বলেন। জনৈক অ্যাসিসট্যান্ট রুগীর ইসিজি করেন। ইসিজি যখন তিনি করেন তখনই বোঝা যাচ্ছিল যে কাজটিতে তিনি অভিজ্ঞ নন। ইসিজি রিপোর্ট দেখে ডাক্তার বলেন যে, রুগীর একটি হার্ট অ্যাটাক হয়েছিল। এরপর ডাক্তার রুগীকে কিছু ওষুধু লিখে দেন এবং একজন কার্ডিওলজিস্ট দেখাতে বলেন। রুগী পরের দিন বিকালে খুলনায় গিয়ে হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার বিধান গোস্বামীকে দেখান। ডা: বিধান গোস্বামী আবার ইসিজি করান। এবং বলেন রুগীর কোনো হার্ট অ্যাটাক হয়নি। বাগেরহাট সদর হাসপাতালের ইসিজি সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, এটি উল্টো লাগিয়ে করা হয়েছে। এ বিষয়ে বাগেরহাটের সিভিল সার্জন ডা: জালাল উদ্দিন আহমেদ বলেন, আমি খোঁজ না নিয়ে আপনাকে কিছু বলতে পারছি না। আমি আগে বিষয়টি জেনে দেখি, তারপর আপনি আমাকে ফোন করেন। বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমানের সাথে কথা বলা হলে তিনি জানালেন, বিষয়টি দেখার দায়িত্ব সিভিল সার্জনের। আমি তাকে বলব।

বাগেরহাট সদর হাসপাতাল