Headlines

বীরদর্পে ফিরে এসেছেন মেডিকেল প্রশ্নের সেই জালিয়াত এবং কোচিং ব্যবসায়ী ডাক্তার তারিম!

ফাতেমা হাসপাতাল

খুলনার মানুষ হায় হায় করছে, তারা বুঝতে পারছে না— কীভাবে এটা সম্ভব হতে পারে! পত্রিকায় এত এত রিপোর্ট, গোয়েন্দা প্রতিবেদন, গ্রেফতার … এরপর জামিন নিয়ে আবার স্বপদে বহাল— কীভাবে এরকম একজন অপরাধী অন্যান্য ডাক্তারদের সাথে নিয়ে এরকম একটি পোস্টার ছড়িয়ে দিচ্ছেন, কীভাবে মানুষ তার কাছ থেকে চিকিৎসাসেবা নেবে? কী চিকিৎসাসেবা নেবে? পোস্টারে অন্যান্য ডাক্তারদের ছবি দেখেও মানুষ প্রশ্ন তুলেছে। কীভাবে এই চিকিৎসকেরা তার সাথে একাট্টা হতে পারলো?! বলা হচ্ছে থ্রি ডক্টরস্ কোচিং সেন্টারের মালিক ডাক্তার ইউনুস খান তারিমের কথা। খুলনার রয়েল মোড়ে ফাতিমা হাসপাতাল তারই করা।

কোচিং ব্যবসায়ী এবং মেডিকেল প্রশ্নফাঁসকারী ডাক্তার তারিমকে নিয়ে কয়েকটি প্রতিবেদন (ডাক্তার তারিম সম্পর্কে জানতে ক্লিক করে নিউজগুলো পড়ে নিতে পারেন)ঃ

খুলনায় থ্রি ডক্টরস কোচিংয়ের পরিচালক ডা. তারিম আবার আটক

মেডিকেলের প্রশ্নফাঁস: বরখাস্ত হতে পারেন ডা. তারিম

মেডিকেলের প্রশ্ন ফাঁস করে ৫০ কোটি টাকার মালিক ডা.তারিম

থ্রি ডক্টরস্
ডাঃ তারিমের সাথে পোস্টারে অন্যান্য ডাক্তারদের বিজ্ঞাপন! মাথার ওপরে এবং উপরে রয়েছেন একজন চিকিৎসক নেতাও।