ওয়েবসাইটে ভ্যাট গোয়েন্দা মহাপরিচালকের ছবি নেই কেনো?

অধিদপ্তরের মহাপরিচালকের ছবি থাকাটা খুবই স্বাভাবিক একটা রেওয়াজ। কিন্তু ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের ওয়েবসাইটে মহাপরিচালকের কোনো ছবি নেই। বিষয়টি বিতর্কের জন্ম দিয়েছে।

কাস্টমস্ গোয়েন্দা
কাস্টমস্ গোয়েন্দা অধিদপ্তরে সচিব মহোদয়ের ছবির নিচে মহাপরিচালকের ছবি থাকলেও ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকের ছবি নেই।

ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালকের কোনো ছবি ভেতরেও রাখা হয়নি। সংবাদকর্মীদের মধ্যে এ বিষয়ে বিভিন্ন প্রতিক্রিয়া তৈরী হয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে— যার বিরুদ্ধে দুদক তদন্ত করছে তিনি আবার একটি অধিদপ্তরের মহাপরিচালক হন কীভাবে?

ভ্যাট গোয়েন্দা
খোঁজ নিয়ে জানা গিয়েছে কাস্টমসে দুইজন জাকির হোসেন রয়েছেন, এবং দুইজনে বর্তমান সময়ে অভিযুক্ত। চট্টগ্রাম কাস্টমস্ হাউজের সাবেক কমিশনার জাকির হোসেনকে সাময়িক বরখাস্তও করা হয়। কিন্তু ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন, তার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি আরো অনেক লম্বা।

সংবাদকর্মীরা এই দুই কাস্টমস্ কর্মকর্তাকে নিয়ে নিউজ করতে গিয়ে প্রায়শই জটিলতার মধ্যে পড়েন।

জাকির হোসেন (বামে) ঢাকা কাস্টমস্ হাউজে কমিশনার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ‘ভ্যাট অনলাইন প্রকল্প’-এর পরিচালক ছিলেন। প্রকল্পের মূল্যমান ছিলো ২ হাজার ৬০০ কোটি টাকা। জাকির হোসেন (ডানে) চট্টগ্রাম কাস্টমস্ হাউজের কমিশনার থাকাকালীন আন্দোলনের কারণে সাময়িক বরখাস্তের শিকার হন।

সম্পর্কিত সংবাদঃ

দুর্নীতি আড়াল করতে চালাচ্ছেন অপতৎপরতা

চট্টগ্রাম কাস্টমস হাউস বন্ধ রাখায় কমিশনার জাকির হোসেন সাময়িক বরখাস্ত

অভিযোগ পিছু ছাড়ছে না ভ্যাট গোয়েন্দা প্রধান মুহাম্মদ জাকির হোসেনের