মসনী-বাধাল এলাকায় বিএনপি-এর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে কয়েক জন

মসনী

বাগেরহাট জেলার কচুয়া উপজেলার বাগেরহাট-মসনী এলাকা তুলনামূলক শান্তিপূর্ণ এলাকা। রাজনৈতিক মতপার্থক্য থাকলেও তা কখনো হানাহানীতে রূপ নেয় না। বাধাল হাট ব্যতীত অন্য কোথাও চাঁদাবাজির কোনো বিষয়ও এ এলাকায় ছিলো না।

কিন্তু জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে সরকার পতনের পরে রাজনীতির নাম করে গ্রামের মধ্যেও চাঁদাবাজি শুরু করেছে কয়েক জন। নাম প্রকাশে অনিচ্ছুক মসনী গ্রামের কয়েক জন ভুক্তভোগী ঘুরেফিরে দু’টি নামই বলেছেন।

এরা কখনো কখনো বাইরে থেকে লোক নিয়ে এসেও গ্রামের শান্তিপ্রিয় মানুষকে ভয়ভীতি দেখাচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির শিথিলতার সুযোগে এরা বেপরোয়া হয়ে উঠেছে বলে ভুক্তভোগীরা ফলোআপ নিউজ-এর কাছে অভিযোগ করেছে।

কচুয়া থানায় বিষয়টি মৌখিকভাবে তারা জানিয়েছে বলে তাদের ভাষ্য। থানা থেকে কোনো ব্যবস্থা নেওয়া না হলে ডিআইজি-খুলনা বরাবর তারা অভিযোগ দেবেন বলে জানিয়েছে।