মোংলা কাস্টমস্-এর একজন সহকারী কমিশনার অবৈধ টাকা বিনিয়োগের উপায় খুঁজে পাচ্ছিলেন না

সহকারী কমিশনার

৪০ তম বিসিএস-এ নিয়োগপ্রাপ্ত, বর্তমানে মোংলায় কর্মরত একজন সহকারী কমিশনার পদ মর্যাদার কর্মকর্তা দুর্নীতির মাধ্যমে এত বেশি টাকা কামিয়েছেন যে, কোথায় রাখবেন ভেবে পাচ্ছেন না। তারই অধীনে মেশিনারি বিভাগে কর্মরত একজন সহকারী রাজস্ব কর্মকর্তা বসের টাকা বিনিয়োগের উপায় নিয়ে বিভিন্ন ব্যবসায়ীর সাথে আলোচনা করেছেন। স্বর্ণ অথবা ডলার কিনে রাখার মতো বিষয় তার আলোচনায় উঠে এসেছে। এই সহকারী রাজস্ব কর্মকর্তা অবৈধভাবে উপার্জিত অর্থ তার কাকা শশুরসহ অনেক আত্মীয়ের ব্যবসায় বিনিয়োগ করে রাখেন বলে জানা গিয়েছে। এ বিষয়ে দুদক খুলনার সহকারী পরিচালক মোহাম্মদুল হাসান শুভ্র বলেন, বৈধ টাকা দিয়ে নিয়মমাফিক কেউ ডলার বা স্বর্ণ কিনতে পারে। অবৈধ টাকা এভাবে বিনিয়োগের তথ্য থাকলে আপনারা জানাতে পারেন। দুদক খতিয়ে দেখবে।


বিস্তারিত আসছে…