যশোরের একটি অনলাইন পত্রিকার অপ-সাংবাদিকতায় বিপাকে পড়ছেন খুলনাস্থ খাদ্যের কর্মকর্তারা

জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়।

কিছুদিন আগেই খুলনার ভৈরব নদীর ৫নং ঘাট থেকে খাদ্য কর্মকর্তা সুশান্ত মজুমদার অপহৃত হন। সে অপহরণের রেশ না কাটতেই হুমকি দেওয়া হচ্ছে বাগেরহাট জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ে কর্মরত কারিগরী খাদ্য পরিদর্শক ইলিয়াস মুন্সীকে। এছাড়াও কয়েক জন কর্মকর্তা এ ধরনের হুমকির কথা জানিয়েছেন। এসব কারণে খুলনাঞ্চলের খাদ্যের কর্মকর্তাদের মধ্যে এক ধরনের অস্থিরতা পরিলক্ষিত হচ্ছে। কর্মকর্তারা মানসিক স্বস্তি নিয়ে নির্বিঘ্নে কাজ করতে পারছেন না। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেবাগ্রহীতারা।

জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়।
জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়, বাগেরহাট।

এরই মধ্যে যশোরের একটি অনলাইন পত্রিকা একের পর এক ভিত্তিহীন নিউজ করে খাদ্য কর্মকর্তাদের আরো বেশি নিরাপত্তাহীন করে তুলছেন বলে কয়েকজন খাদ্য কর্মকর্তা দাবী করেছেন। ফলোআপ নিউজ উক্ত পত্রিকার নিউজগুলো বিশ্লেষণ করে অসারতা পেয়েছে এবং উদ্দশ্যপ্রণোদিত মনে করছে।

এ বিষয়ে খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবুল হাছানাত হুমায়ুন কবীর বলেন, মাঠপর্যায়ে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্ব এগুলো ম্যানেজ করা এবং উর্ধতন কতৃপক্ষকে জানানো। বর্তমানে মুক্ত গণমাধ্যমের যুগে ফেসবুকেও একটা কিছু কেউ লিখতে পারে। এগুলোতে ভীত হলে চলবে না। মোকাবেলা করতে হবে। আমরা কর্মকর্তাদের সকল সুবিধা অসুবিধায় তাদের পাশে আছি।