Headlines

যুবলীগের চেয়ারম্যান জানে না অন্য নেতারা কী করে, ক্যাসিনো ক্লাবের চেয়ারম্যান জানে না ক্লাবে কী হয়!

রাশেদ খান মেনন

গণমাধ্যমে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর কয়েকটি বক্তব্য দেখলাম। তিনি প্রশ্ন তুলেছেন, এতদিন র‌্যাব পুলিশ কী করছিল। খুবই যৌক্তিক প্রশ্ন এটি। একইসাথে তিনি চলমান এই অভিযানকে স্বাগত জানিয়ে বলেছেন, ঢাকার বিভিন্ন জায়গায় অবৈধভাবে ক্যাসিনো চালানোর পিছনে যুবলীগের অনেক নেতার জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, সংগঠনের সভাপতি হিসেবে এটি তার ব্যর্থতা বলে তিনি মনে করেন।

আবার তিনি বলেছেন, যুবলীগের নেতারা কী করে এটি তিনি জানেন না।

অন্যদিকে একসময়ের ডাকসাইটে সমাজতান্ত্রিক নেতা রাশেদখান মেনন ইয়ং ম্যানস ক্লাবের চেয়ারম্যান থাকা প্রসঙ্গে বলেছেন, তিনি জানেন না সেখানে আসলে কী হয়। কী সরল উত্তর তাদের। ক্লাবের চেয়ারম্যান জানেন না যে ক্লাবে কী হয়। আবার যুবলীগের চেয়ারম্যান জানেন না তার দলের অন্য নেতারা কী করছে!

https://youtu.be/T8EI-teM-BQ?t=28