Headlines

সরকারি বয়েজ স্কুল মাঠে রামকৃষ্ণ মিশন ছাত্রদের এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রামকৃষ্ণ মিশন

শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম , বাগেরহাট ছাত্রদের আয়োজনে ব্রাজিল ভক্তগোষ্ঠী বনাম আর্জেন্টিনা ভক্তগোষ্ঠী ফুটবল ম্যাচ অনুষ্টিত হয়েছে। আগামী ১৪ জুন ২০১৮, বৃহস্পতিবার রাশিয়ায় শুরু হতে যাচ্ছে বিশ্বকাপ ফুটবল ২০১৮ । তাই সবার মধ্যে বিশ্বকাপ ফুটবলের চরম উত্তেজনার সৃষ্টি হয়েছে। ১১ জুন ২০১৮ সরকারি বয়েজ স্কুল মাঠে ব্রাজিল ভক্তগোষ্ঠী বনাম আর্জেন্টিনা ভক্তগোষ্ঠী এর মধ্যে ৯০ মিনিটের ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত খেলায় উভয় দলে ১১ জন করে খেলোয়াড় অংশগ্রহণ করে। ব্রাজিল পক্ষের অধিনায়ক ছিলেন অপু মন্ডল এবং আর্জেন্টিনা পক্ষের অধিনায়ক ছিলেন মিঠুন মন্ডল। এছাড়া ব্রাজিলের দিকে খেলেছেন পলাশ  শীল, দেবব্রত সাহা, শুভ দত্ত সৌরভ, অনিক রায়, দীপ্র বিশ্বাস, দিপায়ন দাস সৌহার্দ্য, গৌরব দাস, সনৎ, অনিক ঘোষ ও শিমুল। এবং আর্জেন্টিনার দিকে খেলেছেন শংকর দে, প্রণয় কুমার দাশ, অপু দেবনাথ, হৃদয় ঘোষ, জয়ন্ত মজুমদার, সৌরভ দাস, অন্তু রায়, তন্ময় সরকার, সব্যসাচী মন্ডল, পার্থ প্রতীম দাস। খেলাটি শেষ পর্যন্ত অমীমাংসিত থেকেছে।

উল্লেখ্য, বাগেরহাট রামকৃষ্ণ মিশনে সরকারি পিসি কলেজে পড়ুয়া ছাত্ররা বসবাস করে থাকে।